পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sex Racket in Durgapur: পার্লারের আড়ালে মধুচক্র, মূল পান্ডা ও চার যুবতি-সহ গ্রেফতার 9

বিউটি পার্লারের পিছনে মধুচক্র(Sex Racket in Durgapur)৷ পুলিশি অভিযানে গ্রেফতার 9 ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া একটি পার্লারে ৷

sex racket in durgapur
দুর্গাপুরে পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার 9

By

Published : Jul 22, 2022, 4:46 PM IST

দুর্গাপুর, 22 জুলাই: মধুচক্র চালানোর অভিযোগে দুর্গাপুর থেকে চার যুবতি-সহ গ্রেফতার নয় ৷ বৃহস্পতিবার রাতে হানা দিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া অম্বুজা উপনগরীর একটি বিউটি পার্লার থেকে মধুচক্রের পান্ডা অর্থাৎ কিং পিন লাল হোসেন শাহ ওরফে তপন-সহ পাঁচজন যুবক ও চারজন যুবতিকে গ্রেফতার করে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ(9 accused of sex racket arrested from durgapur)৷শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷

ধৃত চার যুবতিকে বৃহস্পতিবার রাতেই পলাশডিহাতে মহিলা থানায় পাঠানো হয় । দুর্গাপুরের সিটিসেন্টার, বিধাননগরের মত অভিজাত এলাকায় পার্লারের আড়ালে মধুচক্রের ঘটনা আজ নতুন নয় । কয়েকবছর আগে সিটিসেন্টারে একটি পার্লারের ভিতরে বাঁকুড়ার এক ব্যক্তিকে খুন করে দেহ লোপাটের মত চাঞ্চল্যকর ঘটনা ঘটে । সেই সময় দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় এই পার্লারগুলির ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং পুলিশ এগুলি সিল করে দিয়েছিল । কিন্তু তারপর আবার সেই পার্লারগুলি চালু হয় । এবার ফের সেই পার্লার থেকে ধরা পড়ল পাঁচ যুবক ও চার তরুণী।

দুর্গাপুরে পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার 9

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে লাল হোসেন শাহ ওরফে তপন ছিল এই মধুচক্রের মাথা ৷ সে দুর্গাপুরের বিভিন্ন এলাকা ছাড়াও অন্য জেলার বেশ কয়েকজন যুবতিদের নিয়ে 'এসকর্ট সার্ভিস'ও চালাত বলে অভিযোগ । বিভিন্ন হোটেলের সঙ্গে এই তপনের যোগাযোগ রয়েছে । হাই-প্রোফাইল কয়েকজন মহিলাও এই মধুচক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের চেষ্টায় আটক শিক্ষক

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details