পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোটা থেকে 7 জেলার 800 পড়ুয়াকে দুর্গাপুর ফেরাল রাজ্য - দুর্গাপুর

লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে ছিলেন 2368 জন পড়ুয়া । তাঁদের মধ্যে আজ 7 টি জেলার মোট 800 জন নামলেন দুর্গাপুরে । এখানে পৌঁছানোর পর তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য-পরীক্ষা করা হয় ।

ছবি
ছবি

By

Published : May 1, 2020, 1:57 PM IST

দুর্গাপুর ,1 মে: লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে ছিলেন 2368 পড়ুয়া । রাজ্য সরকারের উদ্যোগে তাঁরা আজ ফিরলেন বাড়িতে । এর মধ্যে 7টি জেলার 800 জন পড়ুয়া দুর্গাপুরে এলেন আজ । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের বিশ্রাম খাওয়া-দাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় । তাঁদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে পুলিশের পক্ষ থেকে ।

এই রাজ্য থেকে 2368 জন ছাত্র-ছাত্রী এবং অভিভাবক রাজস্থানের কোটাতে আটকে ছিলেন । বারংবার তাঁরা বাড়ি ফিরতে চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে থাকেন । সেই মতই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় । 95 টি বাসে এই ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা যাত্রা শুরু করেন 29 তারিখ বিকেল 4 টের সময় । এর মধ্যে 64 টি বাস দক্ষিণবঙ্গের জেলাগুলির ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আসে এবং 31 টি বাসে ছিলেন উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা । দক্ষিণবঙ্গের 7 জেলার 800 পড়ুয়ারা দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার বাসকোপাতে এসে নামে আজ সকালে । প্রায় 1600 কিলোমিটার পথ অতিক্রম করে পড়ুয়া এবং অভিভাবকরা আসেন ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের জন্য সমস্ত রকম বন্দোবস্ত করে রাখা হয় । যে সাতটি জেলার ছাত্রছাত্রীরা দুর্গাপুরে এসেছে সেই জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা । এই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পৌঁছানোর সময় দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে, আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব )অভিষেক গুপ্তাসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন ।

বাস থেকে নামামাত্র প্রথমে এই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় ,পরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় । দুপুরে খাবারের পরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে করে নিজের নিজের জেলায় পাঠিয়ে দেওয়া হয় এই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ।

অন্যদিকে পড়ুয়াদের গলায় শোনা গেল মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা । মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও দেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details