অন্ডাল, 17 এপ্রিল : লকডাউনের জেরে আটকে পড়েছিল ওরা । অন্ডাল থানা এলাকার দক্ষিণখণ্ড উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী শিবির করে রাজ্যের বিভিন্ন জেলা ও ভিনরাজ্যের মোট 48 জন শ্রমিককে রাখা হয়েছিল । 14 দিন কোয়ারান্টাইনে কাটানোর পর সুস্থতার সার্টিফিকেট ও পুলিশের কাছ থেকে উপহার নিয়ে সকলেই বাড়ি ফিরে গেলেন । আটকে পড়া এই শ্রমিকদের বাড়ি ফিরতে সহায়তা করেছে অন্ডাল ব্লক প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি ।
লকডাউনের জেরে অন্ডাল থানা এলাকার একাধিক জায়গায় আটকে পড়েছিল পুরুলিয়া, কেতুগ্রাম, বীরভূম সহ ঝাড়খণ্ডের কয়েকজন শ্রমিক । সংখ্যাটা মোট 48-এর মতো । এদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে । তাদের জন্য অন্ডাল থানার দক্ষিণখণ্ড গ্রামের উচ্চবিদ্যালয়ে অস্থায়ী শিবির করা হয় । সেখানেই 14 দিনের কোয়ারান্টাইনে রাখা হয় তাদের । অন্ডাল থানার পুলিশ, BDO এবং স্থানীয় অন্ডাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রমিকদের খাবার, চিকিৎসা সহ সবরকম সহযোগিতা করা হয় ।
প্রশাসনের উদ্যোগে অন্ডাল থেকে বাড়ি ফিরল 48 জন শ্রমিক
লকডাউনের জেরে অন্ডাল থানা এলাকার একাধিক জায়গায় আটকে পড়েছিল পুরুলিয়া, কেতুগ্রাম, বীরভূম সহ ঝাড়খণ্ডের কয়েকজন শ্রমিক ।
48 জন পরিযায়ী শ্রমিক সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেল প্রশাসনিক উদ্যোগে
ওই শ্রমিকরা সকলেই সুস্থ থাকায় 14 দিন পর তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে স্থানীয় পুলিশ প্রশাসন । আজ অন্ডাল পুলিশের পক্ষ থেকে মহিলাদের শাড়ি, শিশুদের জামা ও বড়দের লুঙ্গি, গেঞ্জি দেওয়া হয় । এরপর দুটি সরকারি বাসে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয় । নিজের এলাকায় গিয়ে যাতে কোনও অসুবিধার মধ্যে না পড়েন সেই কারণেই সুস্থতার সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্ডাল থানার অফিসার ইনচার্জ পার্থ ঘোষ ।