আসানসোল, 5 সেপ্টেম্বর: ভিনরাজ্য থেকে এ রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারের সময় বাংলা-ঝাড়খন্ড সীমান্ত থেকে গ্রেফতার দুই (2 arrested with firearms from bengal jharkhand border area)৷ সূত্র মারফত খবর পেয়ে এসটিএফের একটি বিশেষ দল হানা দিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র আটক করার পাশাপাশি দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে সালানপুর থানার রূপনারায়ণপুর বিহার রোডের বাংলা-ঝাড়খন্ড সীমান্তে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।
সোমবার সকালে রূপনারায়ণপুর বিহার রোডে বাংলা-ঝাড়খন্ড সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র ঢোকার খবর পেতেই সক্রিয় অভিযান চালায় এসটিএফ। সেখানে দু'জন সন্দেহভাজনকে ব্যাগ ও বস্তা-সহ বেশ ভারি কিছু নিয়ে বাংলা-ঝাড়খন্ড সীমা পারাপার করছে দেখে এসটিএফ আধিকারিকরা তাদের ডেকে তল্লাশি চালায় । আর তখনই বেরিয়ে আসে প্রচুর আগ্নেয়াস্ত্র । তড়িঘড়ি ওই দু'জনকে গ্রেফতার করে সালানপুর থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন :পোস্তর খোল ও ব্রাউন সুগার তৈরির আঁঠা উদ্ধার দুর্গাপুরে, গ্রেফতার 1