আসানসোল, 30 ডিসেম্বর:আসানসোলে খনি দুর্ঘটনা ৷ বেশ কিছুক্ষণ খনিতে আটকে থাকতে হল 14 শ্রমিককে ৷ ঘণ্টা দুয়েকের চেষ্টায় শ্রমিকদের উদ্ধার করা গিয়েছে শেষমেশ ৷ আসানসোলের ইসিএলের সোদপুর এরিয়ার কুলটির চিনাকুড়ি 1ও 2 নম্বর খনিতে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে (Labors are Stuck in a Mine) । হতাহাতের খবর নেই ৷
জানা গিয়েছে, শ্রমিকদের খনিতে নামানোর আগে পরীক্ষামূলকভাবে ডুলিটিকে বেশ কয়েকবার খনি গহ্বরে নামানো হয়েছিল ৷ ডুলিটির কার্যকারিতা নিশ্চিত হওয়ার পরেই, শ্রমিকদের ডুলিতে করে নামানোর উদ্যোগ নেওয়া হয় ৷ কিন্তু শ্রমিকরা ডুলিতে করে খনির অর্ধেকটা নামার সময়েই মাঝ পথে বিকল হয়ে যায় ডুলির যন্ত্রাংশ (Coal Mine Incident) ৷ আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা ৷ খবর পেয়েই শ্রমিকদের উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয় ৷