আগরতলা, 3 মার্চ: ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়াল ত্রিপুরায় ৷ ফলপ্রকাশের পর থেকেই শাসক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura CM's Courtesy Call)৷ বিরোধীদের অভিযুক্ত করে তিনি বলেছেন যে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ববে ৷
বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর পরাজয় মেনে নিতে না পেরে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিজেপি কর্মীদের নিশানা করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন ৷ তাঁদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুক্রবার বিকেলে জিবি পান্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তিনি আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷
তিনি এ দিন বলেন, কারকে রেহাই দেওয়া হবে না এবং পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, রাজ্যজুড়ে নির্বাচন যে রকম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, তা দেশে এক ইতিহাস রচনা করেছে ৷ ফলাফলও খুবই শান্তিপূর্ণ ছিল । এতটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং অন্যান্য সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷