পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tripura Assembly Election 2023: 'ত্রিপুরায় ফের সরকার গড়বে বিজেপি', ভোট দিয়ে দাবি আত্মবিশ্বাসী মানিক সাহার - Tripura Election Manik Saha News

ভোট দিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী মানিক সাহা ৷ সাংবাদিকদের তিনি জানালেন, ভোট দিয়ে খুব ভালো লাগছে ৷ শুধু তাঁর সামনে একটাই চ্যালেঞ্জ, দুর্নীতিগ্রস্ত বাম-কংগ্রেস জোট যেন এই ভোটে শান্তি বজায় রাখে (CM Manik Saha Tripura Election 2023) ৷

Tripura Election 2023
মানিক সাহা

By

Published : Feb 16, 2023, 10:12 AM IST

আগরতলা, 16 ফেব্রুয়ারি: ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ৷ স্বভাবতই তিনি ভোট দিয়ে বেরলে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা ৷ তিনি বলেন, "খুব ভালো লাগল ৷ আমি সবাইকে আর্জি জানাব, তাঁরা এসে ভোট দিয়ে যান ৷" 2018 সালের বিধানসভা নির্বাচনে দু'দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বাম শাসনের অবসান হয় ৷ সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ তাঁর হাত ধরে উত্তর-পূর্বের ছোট্ট রাজ্যটিতে বিজেপি শাসনের সূচনা ৷ গত বছর বিজেপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী বদল হয় ৷ দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷

বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবারের প্রায় 28 লক্ষ ভোটার 259 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৷ কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে রাজ্যজুড়ে ৷ সকাল 7টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ চলবে বিকেল 4টে পর্যন্ত ৷ এবার বিজেপিকে হারাতে একসময়ের বিরোধী বাম ও কংগ্রেস জোট নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে ৷ সিপিএম 47টি আসন ও কংগ্রেস 13টি আসনে প্রার্থী দিয়েছে ৷ ভোটযুদ্ধের মাঠে আছে তিপ্রা মোথাও। ত্রিপুরার আদিবাসী জনজাতির স্বার্থরক্ষার লক্ষ্যেই এই তৈরি হয়েছে দলটি ৷ ত্রিপুরা রাজবংশের বর্তমান প্রজন্ম প্রদ্যোত কিশোর দেববর্মা নেতৃত্বে দলটি 42টি আসনে প্রার্থী দিয়েছে মোথা ৷ প্রথমবার রাজ্যের বিধানসভা নির্বাচনে অংশ নিচ্ছে তৃণমূল কংগ্রেসও ৷ তারা 28টি আসনে লড়ছে ৷ সব মিলিয়ে জমজমাট ত্রিপুরা বিধানসভা নির্বাচন যুদ্ধ ৷

বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, "আমরা শান্তিপূর্ণ ভোট চাই ৷ মানুষ আমায় জিজ্ঞাসা করে, আমার সামনে চ্যালেঞ্জটা কী ? বিরোধী দল সিপিএম ও কংগ্রেস জোট বেঁধেছে ৷ তারা দুর্নীতিগ্রস্ত ৷ এই জোটের শান্তি বজায় রাখাটাই আমার কাছে চ্যালেঞ্জ ৷" এই নির্বাচনে টাউন বোরদোওয়ালি (BJP's candidate from Town Bordowali) থেকে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সকাল সকাল রেকর্ড হারে ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ টুইট করে ত্রিপুরাবাসীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "প্রগতিশীল সরকার গড়তে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ৷"

আরও পড়ুন: রেকর্ড হারে ভোট দেওয়ার আহ্বান মোদির, প্রগতশীল সরকার গড়ার ডাক শাহের

ABOUT THE AUTHOR

...view details