ভীমপুর(নদিয়া), 16 জুলাই : যুব মোর্চা নেতাকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা । মৃতের নাম বাপি ঘোষ ৷ বয়স 38 বছর ।
নদিয়ায় খুন যুব মোর্চা নেতা
নদিয়ায় যুব মোর্চা নেতা বাপি ঘোষকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
নদিয়ার ভীমপুর থানার গলাকাটা গ্ৰামের বাসিন্দা বাপি ঘোষ এলাকায় যুব মোর্চা নেতা হিসেবে পরিচিত । বুধবার সন্ধ্যায় বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় । বাঁশ, লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় । চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এরপর বাপিকে আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা । বুধবার বিকেলেই মৃত্যু হয় তাঁর ।
মৃতের পরিবারের তরফে ভীমপুর থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । আজ ভীমপুর রাজ্য সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় যুব মোর্চা নেতৃত্ব ।