পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকদায় খুন হওয়া যুবক কোন দলের ? দড়ি টানাটানি BJP ও তৃণমূলের

চাকদায় সন্তু ঘোষ নামে এক যুবককে গুলি করে খুন করা হল । ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই সন্তুকে নিজেদের কর্মী বলে দাবি করছে । খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ফাইল ফোটো

By

Published : May 25, 2019, 2:06 AM IST

Updated : May 25, 2019, 7:27 AM IST

চাকদা, 25 মে : চাকদায় গুলি করে খুন করা হল যুবককে । মৃতের নাম সন্তু ঘোষ । চাকদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তপোবন এলাকার ঘটনা । এই এলাকাতেই বাড়ি সন্তুর । এদিকে এই খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । BJP ও তৃণমূল কংগ্রেস দুই দলই সন্তুকে নিজেদের কর্মী বলে দাবি করছে । ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে আসে পুলিশ । তবে সন্তুকে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে কি না তা নিয়ে এখনই কিছু বলতে চায়নি পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত দশটা নাগাদ বাইকে বাড়ি ফিরছিল সন্তু । পথে তপোবন এলাকার কাছে কয়েকজন ডাকে তাকে । তাদের সঙ্গে কথা বলতে পাশেই একটি মাঠের দিকে যায় সে । কিছুক্ষণ পর সেই মাঠ থেকে গুলির শব্দ শোনা যায় । এলাকার লোকজন ঘটনাস্থানে গিয়ে দেখতে পায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সন্তু । কয়েকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে । সন্তুকে ঘটনাস্থান থেকে চাকদা হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন । হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

সন্তু সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল কি না সে বিষয়ে স্থানীয় লোকজনের তরফে কিছু জানা যায়নি । তবে BJP ও তৃণমূল দুই দলই সন্তুকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছেন । BJP-র নদিয়া জেলা দক্ষিণের সভাপতি জগন্নাথ সরকার বলেন, "সন্তু ঘোষ সদ্য আমাদের দলে যোগদান করেছিল । ভোটের ফলাফল দেখে তৃণমূল কংগ্রেস পাগল হয়ে গেছে । এখন এলাকায় সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে । কিন্তু মানুষ ওদের সঙ্গে নেই । দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

যদিও BJP-র দাবি মানতে নারাজ চাকদার তৃণমূল কংগ্রেস বিধায়কা রত্নাকর ঘোষ । তিনি জানান, সন্তু ঘোষ দীর্ঘদিন ধরেই তাঁদের দলের সক্রিয় কর্মী ছিলেন । গুলি লাগার পর তাঁদের কাউন্সিলর সুচরিতা নাগ ও স্থনীয় নেতা পিন্টু নাগ সন্তুকে হাসপাতালে নিয়ে যায় । কয়েকদিন ধরেই BJP ও CPI(M) জোটবদ্ধ হয়ে সেখানে সন্ত্রাস চালাচ্ছে। হাসপাতালের ভিতরে না কি তাঁদের দলের কর্মীদের হুমকি দেয় ও মারধর করে । BJP ও CPI(M)-র যারা এই খুনের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে ।

ঘটনায় সন্তুর পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে চাকদা থানা সূত্রে খবর, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে । তদন্ত শুরু হয়েছে । খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : May 25, 2019, 7:27 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details