পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP জাল নিয়ে প্রার্থী খুঁজছে : পার্থ

গতকাল নদীয়ার রানাঘাটে দলীয় বৈঠকে গিয়ে BJP-কে একহাত নিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কটাক্ষ করে বলেন, "আগে প্রার্থী তালিকা করুক। প্রথম দফার ভোটের আর কয়েকদিন বাকি। তাতে প্রার্থী তালিকাই দিতে পারছে না।"

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Mar 21, 2019, 12:38 PM IST

রানাঘাট, 21 মার্চ : "আগে প্রার্থী তালিকা করুক। প্রথম দফার ভোটের আর কয়েকদিন বাকি। তাতে প্রার্থী তালিকাই দিতে পারছে না।" BJP-কে এভাবে আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গতকাল নদিয়ার রানাঘাটে দলীয় বৈঠকে আসেন তিনি।

পার্থ বলেন, "আমরা প্রতিদ্বন্দ্বী দেখি না। আমাদের সবসময়ের কাজ, মানুষের পাশে থাকা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, মানুষের সঙ্গে থাক। সুতরাং পরীক্ষা এল বলেই আমরা পড়াশোনা করি না। সারা বছর ধরেই পড়াশোনা করি।" ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি BJP-কে কটাক্ষ করে বলেন, "আগে প্রার্থী তালিকা করুক। প্রথম দফার ভোটের আর কয়েকদিন বাকি। তাতে প্রার্থী তালিকাই দিতে পারছে না। ওরা এখন জাল নিয়ে প্রার্থী খুঁজছে। ওদের জাল নিয়ে খোঁজা যেদিন বন্ধ হবে সেদিন বলতে পারব।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

বর্তমানে অনেকেই দলত্যাগ করে চলে যাচ্ছেন। সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে দল করে, সেই কর্মী থেকে নেতা পর্যন্ত কেউ দল ছেড়ে যাবে না।" দিলীপ ঘোষ বলেছিলেন, "ওস্তাদের মার শেষ রাতে।" পালটা যুক্তি দিয়ে পার্থ বলেন, "ওর রাতটা কবে শুনতে চাই। ওর রাতটা আসুক। এখন তো চারিদিক আলোকিত। রাত আসবে কী করে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details