পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ার শান্তিপুরে ভাগীরথীতে উদ্ধার অজ্ঞত পরিচয়ের দেহ - ভাগীরথী

ভাগীরথীতে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের দেহ ৷ নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ৷ স্থানীয়দের অভিযোগ, থানায় খবর দেওয়ার পরও দেহ উদ্ধার করতে আসেনি পুলিশ ৷

WB_NAD_01_SANTIPUR_BODY_WB10029
নদিয়ার শান্তিপুরে ভাগীরথীতে উদ্ধার অজ্ঞতপরিচয়ের দেহ

By

Published : Apr 5, 2021, 8:10 PM IST

শান্তিপুর, 5 এপ্রিল : ভাগীরথী নদীতে উদ্ধার বিবস্ত্র মৃতদেহ ৷ সোমবারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া-2 গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় তীরের কাছেই ভাগীরথী নদীতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা ৷ বিবস্ত্র ও ক্ষতবিক্ষত ওই মৃতদেহ ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটে সোমবার সকালে ৷

আরও পড়ুন :বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল

অভিযোগ, সঙ্গে সঙ্গে বিষয়টি শান্তিপুর থানাকে জানানো হলেও ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ ৷ প্রশাসনের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী ৷ তাঁদের দাবি, মৃত ব্য়ক্তি এলাকার কেউ নন ৷ কীভাবে ওই মৃতদেহ সেখানে পৌঁছল, তাও জানেন না তাঁরা ৷ তাঁদের দাবি, দ্রুত দেহ উদ্ধার করে মৃতের পরিচয় জেনে তা প্রকাশ্যে আনুক পুলিশ ৷ কীভাবে এই ঘটনা ঘটল তাও তদন্ত করে দেখা হোক ৷

ABOUT THE AUTHOR

...view details