পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nadia TMC Leader Murder: হাঁসখালিতে তৃণমূল যুবর সহ-সভাপতিকে এলোপাথাড়ি গুলি করে হত্যা

হাঁসখালিতে তৃণমূল যুবর সহ-সভাপতিকে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী ৷ হাঁসখালির বড় চুপড়িয়ার ভরা বাজারে আজ সকালে ঘটনাটি ঘটেছে ৷ ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

TMC Leader Murders in Nadia ETV BHARAT
TMC Leader Murders in Nadia

By

Published : Apr 7, 2023, 1:17 PM IST

Updated : Apr 7, 2023, 2:01 PM IST

হাঁসখালিতে তৃণমূল যুবর সহ-সভাপতিকে খুনের ঘটনায় চাঞ্চল্য

হাঁসখালি (নদিয়া), 7 এপ্রিল: ফের একবার শিরোনামে হাঁসখালি ৷ এবার বাইকে করে এসে স্থানীয় তৃণমূল যুবর সহ-সভাপতিকে এলোপাথাড়ি গুলি করে খুন করল দুষ্কৃতীরা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বড় চুপড়িয়া এলাকায় ৷ মৃত তৃণমূল যুব নেতার নাম আমদ আলি বিশ্বাস ৷ এদিন তিনি বড় চুপড়িয়া বাজারে যান ৷ সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন ৷ সেই সময় দু’টি বাইকে করে 5 জন এসে তাঁকে গুলি করে ৷ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীদের সঙ্গে আমদ আলি বিশ্বাসের প্রথমে কথা কাটাকাটি হচ্ছিল ৷ সেই সময় 2 জন আগ্নেয়াস্ত্র বের করে ও আমদ আলিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ জানা গিয়েছে, একটি গুলি তাঁর কানের এক দিক দিয়ে ঢুকে, অন্যদিক দিয়ে বেরিয়ে যায় ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আমদ আলি ৷ কিন্তু, তার পরেও দুষ্কৃতীরা গুলি চালানো থামায়নি ৷ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা ৷ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় আমদকে ৷ ঘটনার আকস্মিকতায় বাজারে লোকজনের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায় ৷

জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে পালানোর সময় বোমা ছোড়ে পাঁচ দুষ্কৃতী ৷ এই ঘটনার পর ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার হাঁসখালি ৷ বাজারে হাজির লোকজন আমদ আলি বিশ্বাসকে উদ্ধার করে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ দেহ শক্তিগড় জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য ৷ এই ঘটনায় পুলিশ বাজারে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে ৷ চলছে তল্লাশি ৷

আমদ আলি বিশ্বাস দীর্ঘদিন ধরে তৃণমূলের যুব সংগঠনের হয়ে কাজ করছেন হাঁসখালি ব্লকে ৷ বর্তমানে সংগঠনের সহ-সভাপতি ৷ তাঁকে লক্ষ্যে করে প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এনিয়ে হাঁসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন ৷ আর এই ঘটনার পিছনে আসল সত্য যাতে চাপা না থাকে, সেই দাবিও জানান তিনি ৷ এই ঘটনায় হাঁসখালি 2 ব্লকের তৃণমূল সভাপতি শিশির রায় পুরো ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন:বড় মেয়ে-সহ সস্ত্রীক তৃণমূল নেতাকে কুপিয়ে 'খুন', অভিযুক্ত ছোট মেয়ের প্রেমিক

অন্যদিকে, হাঁসখালির তৃণমূল যুব সহ-সভাপতির হত্যার ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হাঁসখালি এলাকায় ৷ চলছে পুলিশ পিকেটিং ৷ এই ঘটনায় রাজনৈতিক যোগ বা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কিনা, সেনিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি ৷ পরিবারের তরফেও এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

Last Updated : Apr 7, 2023, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details