পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হরিণঘাটায় তৃণমূলের 2টি কার্যালয়ে ভাঙচুর - clash

তৃণমূলের 2টি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল BJP বিরুদ্ধে । ঘটনাস্থান নদিয়ার হরিণঘাটা । অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ।

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর

By

Published : Jul 7, 2019, 11:24 AM IST

Updated : Jul 7, 2019, 12:18 PM IST

হরিণঘাটা (নদিয়া), 7 জুলাই : তৃণমূলের 2টি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল BJP বিরুদ্ধে । ঘটনাস্থান নদিয়ার হরিণঘাটা । তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা ভাঙুচর চালিয়েছে ।

সূত্রের খবর, গতকাল রাতে হরিণঘাটা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের দুটি পৃথক এলাকার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই BJP আশ্রিত দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে । এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে । পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে । শাসকদল অহেতুক BJP-কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । এই ঘটনায় দলীয় কোনও কর্মী জড়িত নয় ।

আরও পড়ুন : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পরিচিতরা, পরে উদ্ধার যুবকের দেহ

Last Updated : Jul 7, 2019, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details