ধুবুলিয়া (নদিয়া), 7 জুলাই: বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ ৷ গত বুধবার রাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অষ্টম মণ্ডল নামে ওই ব্যক্তিকে অপহরণ করেছে বলে অভিযোগ পরিবারের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর এলাকায় ৷ বিজেপি ও পরিবারে তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের অভিযোগ অষ্টম মণ্ডলের বৌদি তথা বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডলকে চাপে রাখতেই তৃণমূল এই কাজ করিয়েছে ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷
শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠছে ৷ এবার নদিয়ার ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, অষ্টম মণ্ডল ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মী ৷ এবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তাঁর বৌদি টিকিট পেয়েছেন ৷ গত 5 জুলাই অষ্টম মণ্ডল তাঁর বৌদির হয়ে প্রচারে গিয়েছিলেন ৷ প্রচার শেষে দলীয় কার্যালয় থেকে বাড়ির দিকে তিনি রওনা দিয়েছিলেন ৷ কিন্তু, বাড়িতে পৌঁছননি তিনি ৷
এই ঘটনায় ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অষ্ট মণ্ডলের পরিবারের সদস্যরা ৷ অষ্টম মণ্ডলের বৌদি সঙ্গীতা মণ্ডল সেখানে গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁকে চাপে রাখতেই অষ্টম মণ্ডলকে অপরহণ করা হয়েছে ৷ যাতে আতঙ্কে বিজেপি প্রার্থী নির্বাচনের আগে ও ওইদিন এলাকায় বেরতে না পারেন ৷