পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ধুবুলিয়ায় বিজেপি প্রার্থীর দেওরকে অপরহণ, অভিযুক্ত তৃণমূল

নদিয়ার ধুবুলিতে বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ গত বুধবার রাতে প্রচারের কাজ সেরে ফেরার সময় অষ্টম মণ্ডল নামে ওই বিজেপি কর্মীকে অপহরণ করা হয় বলে অভিযোগ ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

By

Published : Jul 7, 2023, 1:11 PM IST

নির্বাচনের 48 ঘণ্টা আগে বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ

ধুবুলিয়া (নদিয়া), 7 জুলাই: বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ ৷ গত বুধবার রাতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অষ্টম মণ্ডল নামে ওই ব্যক্তিকে অপহরণ করেছে বলে অভিযোগ পরিবারের ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর এলাকায় ৷ বিজেপি ও পরিবারে তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের অভিযোগ অষ্টম মণ্ডলের বৌদি তথা বিজেপি প্রার্থী সঙ্গীতা মণ্ডলকে চাপে রাখতেই তৃণমূল এই কাজ করিয়েছে ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠছে ৷ এবার নদিয়ার ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর দেওরকে অপহরণের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, অষ্টম মণ্ডল ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মী ৷ এবার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তাঁর বৌদি টিকিট পেয়েছেন ৷ গত 5 জুলাই অষ্টম মণ্ডল তাঁর বৌদির হয়ে প্রচারে গিয়েছিলেন ৷ প্রচার শেষে দলীয় কার্যালয় থেকে বাড়ির দিকে তিনি রওনা দিয়েছিলেন ৷ কিন্তু, বাড়িতে পৌঁছননি তিনি ৷

এই ঘটনায় ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অষ্ট মণ্ডলের পরিবারের সদস্যরা ৷ অষ্টম মণ্ডলের বৌদি সঙ্গীতা মণ্ডল সেখানে গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁকে চাপে রাখতেই অষ্টম মণ্ডলকে অপরহণ করা হয়েছে ৷ যাতে আতঙ্কে বিজেপি প্রার্থী নির্বাচনের আগে ও ওইদিন এলাকায় বেরতে না পারেন ৷

আরও পড়ুন:ভোট প্রচারের শেষদিনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 13

স্থানীয় বিজেপি নেতা পরিমল মণ্ডল দাবি করেছেন, "গত 5 তারিখ সন্ধ্যায় অষ্টম পাশের ঘোষপাড়ায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন ৷ প্রচার সেরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ কিন্তু, তারপর আর বাড়িতে ফেরেননি ৷ তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ আমাদের ধারণা যেহেতু এই এলাকা বিজেপি শক্তঘাঁটি ৷ সেই কারণে তৃণমূল বিজেপিকে দমিয়ে রাখতে চাইছে ৷ তাঁর বৌদিকে ভয় দেখানোর জন্যই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷"

আরও পড়ুন:বিজেপি প্রার্থীর বাড়ির সামনে সাদা থান-মালা ও বোমা, কাঠগড়ায় তৃণমূল

নিখোঁজ বিজেপি কর্মীর মা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অপরহণ করেছে ৷ তিনি দাবি জানিয়েছেন, পুলিশ দ্রুত তাঁর ছেলেকে ফিরিয়ে দিক ৷ যদিও, এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ নদিয়ার আইএনটিটিইউসি-র সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় ৷ ওই এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব নেই ৷ সেটা বুঝতে পেরেই নির্বাচনের আগের দিন বিজেপি নাটক করছে ৷"

ABOUT THE AUTHOR

...view details