কলকাতা, 21 জুন : "মানুষকে বুঝিয়ে বিভাজনের রাজনীতি করেছে BJP । তোমরা ক্ষমতায় থেকেও মানুষকে বোঝাতে পারনি কেন? " আজ কলকাতার তৃণমূল ভবনে দলীয় বৈঠকে নদিয়া জেলা তৃণমূল নেতৃত্বকে প্রশ্ন নেত্রী মমতা ব্যানার্জির । সেইসঙ্গে নেত্রীর হুঁশিয়ারি, "কাটমানি খেলেই গ্রেপ্তার হতে হবে । "
এবারের নির্বাচনে নদিয়ার দু'টি আসনের মধ্যে একটি গেছে তৃণমূলের ঝুলিতে । রানাঘাট লোকসভা কেন্দ্রে জিতেছে BJP । ফল খারাপ হওয়ায় আজ জেলা নেতৃত্বকে একগুচ্ছ দাওয়াই দেন মমতা । শংকর সিং এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে মমতার নির্দেশ, "যাঁরা কাজ করতে পারছে না তাঁদের সরিয়ে নতুন মুখ আনুন ।
" তিনি শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উপরও ক্ষোভপ্রকাশ করেন । সেইসঙ্গে সবাইকে এক হওয়ার বার্তা দেন তিনি । বলেন, "বারবার করে বলছি, সবার আগে তোমরা এক হও।" তিনি আরও বলেন, "অবিভক্ত বাংলায় জয় বাংলা স্লোগান ছিল । তাহলে আমরা এই স্লোগান ব্যবহার করতে পারব না কেন ?"
আজ ওই একই বৈঠকে উত্তর 24 পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককের ডানা ছাঁটলেন মমতা । জেলায় প্রাক নির্বাচনী ও নির্বাচন পরবর্তী সমস্তরকম অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন । তারপরই জেলা সভাপতির পদে জ্যোতিপ্রিয়বাবুকে রাখলেও জেলার পাঁচটি লোকসভার দায়িত্ব দেওয়া হয় পাঁচ বিধায়ককে ।
এই সংক্রান্ত আরও পড়ুন : জ্যোতিপ্রিয়র ডানা ছাঁটলেন মমতা