নদিয়া, 18 মে : মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্যই উত্তেজিত হয়ে তৃণমূল নেতা-কর্মীরা BJP কার্যকর্তাদের উপর হামলা করছে । আজ একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
মুখ্যমন্ত্রীর মন্তব্যেই উত্তেজিত হচ্ছে তৃণমূলের কর্মীরা : বিজয়বর্গীয় - kailash vijaybargiya
তৃণমূল কর্মীদের বিশৃঙ্খলার জন্য মমতা ব্যানার্জির মন্তব্যকে দায়ি করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । বললেন, প্রজাতন্ত্রে বদলার কথা বলা উচিত নয় ।
নদিয়ার BJP কর্মী হারাধন মৃধা । বাড়ি ভীমপুর থানার ব্রলাঙ্গি গ্রামে । অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁকে মারধর করে । তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভরতি করা হয় । বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয় । আজ ওই কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তাঁদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।
তিনি বলেন, "মমতা ব্যানার্জি বলেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব । ওনার এইসব মন্তব্যের জন্যই তৃণমূল নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে BJP-র কার্যকর্তাদের উপর হামলা করছে । আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, প্রজাতন্ত্রে হিংসার কোনও স্থান নেই । হিংসার জবাব হিংসা দিয়ে দিচ্ছি না বলে আমাদের ভীতু ভাববেন না । আমরা প্রজাতন্ত্রের পাহারাদার । যারা এখানে অশান্তি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত করা উচিত । মমতা ব্যানার্জিরও এই ধরনের কাজকে প্রশ্রয় দেওয়া উচিত নয় । প্রজাতন্ত্রে বদলার কথা বলা উচিত নয় ।"