পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকদায় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত যুবক

গতকাল পাড়ার মোড়ে চা খেতে গিয়ে বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম সৌরভ রায় ৷ চাকদা থানার হিংনারা এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক ৷

bomb blast in chakdaha
আঘাতে মৃত্যু এক যুবক

By

Published : Dec 7, 2019, 5:56 PM IST

চাকদা, 7 ডিসেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম সৌরভ রায় । নদিয়া জেলার চাকদার ঘটনা । গতকাল সন্ধেবেলা একটি চায়ের দোকানে বসেছিলেন সৌরভ ৷ সেখানে বোমাবাজিতে আক্রান্ত হন তিনি ৷ গতকালই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর আজ তিনি মারা যান ৷ জানা গেছে, নদিয়ার চাকদা থানার হিংনারা এলাকার বাসিন্দা সৌরভ পেশায় নির্মাণ কর্মী ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর, পাড়ার মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সৌরভ । ওই সময় বাইকে চড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে । জখম হন সৌরভ ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর আজ সকালে মারা যান ।

কে বা কারা এই হামলা চালিয়েছে,সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি সৌরভের পরিবার ৷ তবে তাদের অনুমান, একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের । তা নিয়ে ঝামেলার জেরেই হয়তো এই খুন ৷ ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details