তাহেরপুর, 24 অগস্ট : তালিবানের ভয়ঙ্কর রূপ তিনি দেখেননি ৷ কারণ পরিস্থিতি বিগড়ানোর আগেই আফগানিস্তান থেকে কাতারে চলে গিয়েছিলেন ৷ তবে মনে প্রচণ্ড আতঙ্ক ছিল ৷ বলছেন দীর্ঘ 19 বছর ধরে আফগানিস্তানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তাপস কুণ্ডু ৷ সম্প্রতি নদিয়ার তাহেরপুরের বাড়িতে ফিরেছেন তাপস ৷ পরিজনরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ৷ তাপস জানাচ্ছেন, খুব একটা সমস্যার সম্মুখীন তিনি হননি ৷ তবে বাড়ি না আসা পর্যন্ত মনে একটা ভয় তো ছিলই ৷
চোখে মুখে এখনও চাপা আতঙ্ক তাপসের ৷ এতগুলো বছর আফগানিস্তানে কাটিয়েছেন ৷ ভিনদেশী হয়েও তেমন সমস্যার সম্মুখীন হননি ৷ 19 বছর আগে শেফ-এর কাজ নিয়ে আফগানিস্তানে চলে গিয়েছিলেন ৷ এরপর সেই দেশটাই হয়ে উঠেছিল দ্বিতীয় বাড়ি ৷ তবে নিয়ম করে ভারতে আসতেন ৷ পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে ফের কাবুলের বিমান ধরতেন ৷ কিন্তু এবারের ফেরাটা একদমই অন্যরকম ৷ তালিবানরা ওদেশে কব্জা করতেই কাজ, বাড়ি ঘরদোর ফেলে এদেশে চলে আসতে হয়েছে নদিয়ার তাহেরপুরের ছেলে তাপস কুণ্ডুকে ৷ শরীরে ভয়ের চোরাস্রোত বয়ে যাচ্ছিল ৷