শান্তিপুর, 19 এপ্রিল: "মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে । বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছি ।" অমিত শাহের পদত্যাগ চাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার নদিয়ার শান্তিপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ সেখান থেকেই মমতাকে এমনই ভাষায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি । সুকান্ত বলেন, "অমিত শাহ রাজ্যে এসে বলে গিয়েছেন 14 তারিখ আর মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিচ্ছেন 17 তারিখে। তার থেকেই বোঝা যায় তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে ।"
এদিন প্রথমে তিনি জাতীয় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার বাইক ব়্যালি করেন । এরপরেই শান্তিপুর থানার গোবিন্দপুরের একটি লজে দলীয় সম্মেলনে অংশগ্রহণ করেন । তৃণমূলের জাতীয় দলের তকমা খোয়ানো প্রসঙ্গে সুকান্ত জানান, তিনি শুনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে তিনবার ফোন করেছেন । তিনি ফোন করতেই পারেন । সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার মুকুল রায় প্রসঙ্গে বলেন, "অনেকেরই অনেক কিছু ইচ্ছা হয় । বিষয়টা পুরো ঘোলা জলের মধ্যে রয়েছে আগে পরিষ্কার হোক । উনি এখনও অফিসিয়ালি আমাদের দলের বিধায়ক । যদিও তাঁর বিধায়ক পদ খারিজ নিয়ে আমরাই মামলা করেছিলাম । কারণ তিনি তৃণমূলের পতাকা হাতে শাসকদলে যোগদান করেছিলেন ।"