শান্তিপুর, 11 জুন : স্বস্তি পেলেন প্রায় 3 হাজার ক্ষুদ্র ব্যবসায়ী । 82 দিন পর খুলল শান্তিপুরের হাট। তবে সম্পূর্ণ সামাজিক দূরত্ব এবং নিয়মবিধি মেনেই খোলা হয়েছে হাট । 19 মার্চ বন্ধ হয়ে যায় শান্তিপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার একমাত্র প্রতিষ্ঠান শান্তিপুর ঘোষ মার্কেট ও বঙ্গতাঁত কাপড়ের হাট। আজ 82 দিন বাদে হাট খোলা হয়েছে ।
শান্তিপুরের হাট খোলায় স্বস্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের
82 দিন পর খুলল শান্তিপুরের হাট । সামাজিক দূরত্ব রেখে ও নিয়মবিধি মেনে হাটে বসতে হবে ব্য়বসায়ীদের । এই হাট খোলার ফলে উপকৃত হবেন প্রায় 3 হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ।
এরফলে ক্ষুদ্রতাঁত ব্যবসায়ীদের মধ্যে অনেকেরই মুখে হাসি ফুটতে দেখা যায় । এ বিষয়ে শান্তিপুর ঘোষ মার্কেটের মালিক বিভাস ঘোষ জানান, "দীর্ঘ লকডাউনের কারণে তাঁত কাপড়ের হাট দুটি বন্ধ ছিল প্রায় 82 দিন । আমরা এর আগে প্রশাসনিক মহলে হাট দুটি খোলার দাবিতে ডেপুটেশনও জমা দিয়েছিলাম।"
অবশেষে প্রশাসনের তৎপরতায় হাট দুটি ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে ব্যবসায়ীদের বসার স্থানগুলিকে ছয় ফুট দূরত্ব চিহ্নিত করে নির্ধারিত করা হয় । ব্যবসায়ীরা কীভাবে বসবেন তা ঠিক করা হয়। এর আগে যখন স্বাভাবিক অবস্থায় ছিল তখন দুটি হাট মিলিয়ে প্রায় তিন হাজার ক্ষুদ্র ব্যবসায়ী হাটে শাড়ি নিয়ে বসতেন। এখন ওই তিন হাজারকে অর্ধেক করে বসানো হবে । এছাড়াও হাটে প্রবেশ করার পথে অবশ্যই স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । মুখে মাস্ক রাখা বাধ্যতামূলক। ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে বাইরে থেকে যে সকল ক্রেতা হাটে আসতেন তাঁরা এখন আসতে পারছেন না । স্বভাবতই আগের মতো বেচাকেনা না হলেও স্থানীয় ক্রেতাদের আনাগোনা ছিল ভালোই। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা । এর ফলে ব্যবসায়ীদের কিছুটা হলেও স্বস্তি ফিরেছে l