পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Municipal Recruitment Scam: নিয়োগ মামলায় সিবিআই তলব, নিজাম প্যালেসে শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা - Ayan Sil

CBI summons in Municipal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা ৷ গতকাল তাঁদের ফোন করে তলব করা হয়েছিল ৷ আজ বেলা 2টো থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই ৷

Municipal Recruitment Scam ETV BHARAT
Municipal Recruitment Scam

By

Published : Jul 26, 2023, 6:06 PM IST

শান্তিপুর, 26 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই'য়ের ডাকে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকরা ৷ আজ দুই পৌরসভার কয়েকজন আধিকারিক সিবিআই-এর তলবে হাজিরা দিয়েছেন ৷ জানা গিয়েছে, মঙ্গলবারই নিজাম প্যালেস থেকে দুই পৌরসভার চেয়ারম্যানদের ফোন করে আধিকারিকদের হাজিরা দিতে নির্দেশ দেয় সিবিআই ৷ সেই মতো আজ সকালেই শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় নিজাম প্যালেসে যান ৷ কৃষ্ণনগর পৌরসভা থেকেও কয়েকজন আধিকারিক নিজাম প্যালেসে গিয়েছেন ৷ আজ বেলা 2টোর সময় তাঁদের ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷

নিয়োগ দুর্নীতি মামলায় গত 7 জুন এই দুই পৌরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই ৷ সেই সময় পৌরসভার আধিকারিকদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ৷ সেইসঙ্গে নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য সব নথি খতিয়ে দেখেন সিবিআই তদন্তকারীরা ৷ পৌরসভার নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাজেয়াপ্ত করেছিলেন বলে সূত্রের খবর ৷ মনে করা হচ্ছে, সেই নথি খতিয়ে দেখার পরেই শান্তিপুর ও কৃষ্ণনগর পৌরসভার আধিকারিকদের তলব করে সিবিআই ৷

এদিন শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় বলেন, ‘‘2018 সালে পৌরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই প্রতিনিধি দল তদন্ত করতে এসেছিল ৷ কিন্তু সেই সালে আমাদের শান্তিপুর পৌরসভায় কোনও নিয়োগ হয়নি ৷ আমরা সেদিনও সিবিআই প্রতিনিধি দলকে সম্পূর্ণ সহযোগিতা করেছি ৷ আজও তাঁরা যা জিজ্ঞাসাবাদ করবেন, সেই মতো পূর্ণ সহযোগিতা করব ৷’’

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতির তদন্তে কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভায় সিবিআই হানা

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির ব্যবসায়ী অয়ন শীলের গ্রেফতারির পরেই রাজ্যের বিভিন্ন পৌরসভার নিয়োগে দুর্নীতির বিষয়টি সামনে আসে ৷ জানা যায়, অয়ন শীলের সংস্থার মাধ্য়মে নিয়োগ হয়েছিল পৌরসভায় ৷ অভিযোগ ওঠে বিভিন্ন পদে নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার প্রশ্ন তৈরি করেছিল অয়ন শীলের সংস্থা ৷ সেই পরীক্ষার ওএমআর শিট পাওয়া গিয়েছিল অয়ন শীলের সল্টলেকের অফিসে ৷ সেই সূত্রেই সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে কৃষ্ণনগর ও শান্তিপুর পৌরসভায় হানা দেয় ৷ এবার দুই পৌরসভার আধিকারিকদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details