শান্তিপুর, 14 এপ্রিল : রাজনৈতিক দলের প্রচার বলতে এতদিন আমজনতা জানতেন দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার ও ফ্লেক্স। কিন্তু বর্তমানে সোশাল মিডিয়ার যুগে প্রচারের সংজ্ঞাটা অনেকটাই বদলেছে। রঙ, তুলির বদলে এসেছে ডিজ়িটাল স্কেচ। তবে এবারে একটু অন্যরকম। দলীয় প্রতীক ফুটে উঠবে শাড়িতে। আর সেই শাড়ি পরেই প্রচারে বের হবেন কর্মীরা।
ভোট মরশুমে বঙ্গ ললনার শাড়িতে এবার ঘাসফুল-পদ্ম
প্রচারে এবার অভিনবত্ব। রাজনৈতিক দলের প্রতীকে সাজছে শাড়ি। সেই শাড়ি পরে প্রচারে নামবেন দলীয় কর্মীরা।
রাজ্যে প্রথম দফার ভোট শেষ। বাকি দফাগুলিরও বেশি বাকি নেই। প্রচার নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ব্যস্ত ওরাও। দিন-রাত কাজ চলছে। ছাঁচে পদ্ম, ঘাসফুল বা তারা-হাতুরি-কাস্তের নকশা বসিয়ে একের পর এক ছাপা হয়ে চলেছে শাড়ি।
প্রথমে ভাবনাটা আসে শান্তিপুরের এক শাড়ি ব্যবসায়ীর মাথায়। ভোটের মুখে মিলেছে সাফল্যও। অর্ডারও আসছে প্রচুর। চাহিদামত শাড়ি ছাপতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। এক ব্যবসায়ী জানান, এই প্রথম ভোটের জন্য শাড়ি ছাপা হচ্ছে। শুধু বাংলা নয়, বাইরের রাজ্য থেকেও আসছে অর্ডার। তবে তৃণমূল ও BJP-র বাজার অন্যদের থেকে একটু হলেও উঁচুতে। কেউ 2,500 কেউ বা 3000 পিস শাড়ির অর্ডার দিয়ে যাচ্ছেন। তবে দাম রয়েছে সাধ্যের মধ্যেই। কোনওটা 250 টাকা, কোনওটা বা 300 টাকা।