শান্তিপুর, 3 অগস্ট : মানিকনগর ৷ গ্রামে প্রায় চার হাজার মানুষের বসবাস ৷ হাসপাতাল থেকে শুরু করে স্কুল, বিডিও অফিস কিংবা থানা ৷ যেতে গেলে অতিক্রম করতে হবে প্রায় 20 কিমির বেশি পথ ৷ প্রাথমিক থাকলেও এলাকায় নেই কোনও হাই স্কুল । ভোট আসে, ভোট যায় ৷ জমা হয় রাশি রাশি আশ্বাস ৷ কোনওটাতেই কাজ হয়নি ৷
চরম দুর্দশা এবং সমস্যার মধ্যে বসবাস করছেন মানিকনগরের চার হাজার বাসিন্দা ৷ নদিয়ার একটি প্রত্যন্ত গ্রাম মানিকনগর । 2021 সালেও পরিস্থিতি দুর্বিষহ ৷ গ্রামটি অতীতে শান্তিপুরের সঙ্গে যুক্ত থাকলেও পরে গঙ্গার ভাঙন ও চর পড়ায় তা নদিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে বর্ধমান সংলগ্ন হয়ে যায় ৷
তবে এখনও যে কোনও সরকারি কাজের জন্য গঙ্গা পেরিয়ে যেতে হয় প্রায় 30 কিলোমিটার দূরে । নদিয়ার রানাঘাট লোকসভা বা বিধানসভার ভোট গণনা এই এলাকা দিয়ে শুরু হলেও সুযোগ সুবিধায় সবার পিছনেই রয়ে যায় মানিকনগর ৷
আরও পড়ুন :purulia village : নাম ভূল, বানানও ভুল ! পুরুলিয়ার এই গ্রামের নাম 'ভূল'
যেখানে কোনও কাজে বিডিও অফিস যেতে হলে সকালে বেরিয়ে রাতে ফিরতে হয়, সেখানে ভ্যাকসিন পৌঁছানো তো অনেক দূরের কথা ৷ প্রশাসনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় মেলে না কোনও সরকারি সুবিধা ৷