কল্যাণী , 24 মে: আমফান ঘূর্ণিঝড়ের পর এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ আসেনি । এর প্রতিবাদে আজ সকালে রাজ্যসড়ক অবরোধ করে ও বিদ্যুৎ সাপ্লাইয়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা । নদিয়ার কল্যাণীর ঘটনা ।
বিদ্যুৎ সংযোগ না আসায় রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ কল্যাণীতে - nadia
আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গোটা রাজ্য । সবথেকে বেশি ক্ষতি হয়েছে কলকাতা ও দুই 24 পরগনায় ।
আমফান ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গোটা রাজ্য । সবথেকে বেশি ক্ষতি হয়েছে কলকাতা ও দুই 24 পরগনায় । ভেঙে গেছে হাজার হাজার বাড়ি । গাছ উপড়েছে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি । বিদ্যুৎকর্মীরা দিন-রাত কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এদিকে উত্তর 24 পরগনা লাগোয়া নদিয়ার কল্যাণীর বিরাট অংশও আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে । রাস্তার উপর ভেঙে পড়েছে প্রচুর গাছ । অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা ।
প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বিভাগের সাহায্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে । কিন্তু কিছু এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি । তীব্র গরমে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে বলে কল্যাণীতে রাজ্যসড়ক অবরোধ করেন এলাকাবাসী । শুধু তাই নয়, বিদ্যুৎ সাপ্লাই বিভাগের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কল্যাণী থানার পুলিশ । পুলিশ এবং সাপ্লাই বিভাগের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা ।