শান্তিপুর, 30 এপ্রিল: প্রথম বিবাহ বার্ষিকী । কিন্তু তা বাড়িতে পালন নয় । লকডাউনের এই সময়ে প্রত্যন্ত গ্রামে দুস্থদের হাতে খাবার তুলে দিয়ে বিবাহ বার্ষিকীর দিনটি পালনের সিদ্ধান্ত নেন দম্পতি । সেইমতো শান্তিপুরের একটি গ্রামে গিয়ে বেশ কয়েকজন গরিব মানুষের হাত খাদ্যসামগ্রী তুলে দেন ।
শান্তিপুরের বাসিন্দা সুরজিৎ দাস ও মাম্পি দাস । আজ তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী । প্রথমে বাড়িতেই এই দিনটি পালনের কথা ভেবেছিলেন তাঁরা । পরে মত পালটান । বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যে টাকা খরচ হত বাড়িতে তা দিয়ে দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন । সুরজিৎ একটি স্থানীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন । তাঁর ইচ্ছার কথা সংগঠনেও জানান । সংগঠনের তরফেও তাঁদের এই উদ্যোগকে একবাক্যে মেনে নেওয়া হয় । সেইমতো আজ সুরজিৎ, মাম্পি ও সংগঠনের তরফে বেশ কয়েকজন শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন এলাকার একটি আদিবাসী গ্রামে গিয়ে সেখানকার দুস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ।