নদিয়া, 27 নভেম্বর: মাটির নিচে কলসিতে সোনা আছে, আর তা উঠবেই মন্ত্রশক্তিতে ৷ তান্ত্রিকের এমন কথায় বিশ্বাস করে অমাবস্যার রাতে সোনার কলসি তুলতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর জয়পুরে । আক্রান্ত ব্যক্তির নাম অমর চক্রবর্তী (40) । অভিযুক্ত তান্ত্রিক নারায়ণ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ (Nadia Crime) ৷
অভিযোগ, বসত বাড়ি ও চাষের জমির নিচে সোনা ভর্তি কলসি রয়েছে এমনটাই দাবি করেন তান্ত্রিক নারায়ণ সরকার । আর সেই প্রলোভনে পা ফেলেন অমর চক্রবর্তী । গত একবছর ধরে দফায় দফায় অমরবাবুর কাছ থেকে এক লক্ষ্ কুড়ি হাজার টাকা নেন । সেই অনুযায়ী অমাবস্যার রাতে সেই কলসি পাওয়া যাবে বলে জানান তান্ত্রিক নারায়ণ সরকার । গত 23 তারিখ বুধবার রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি নির্জন জায়গায় পুকুরের ধারে নিয়ে যান অমর চক্রবর্তীকে । পুকুরে স্নান করতে নামতে বলেন অমরবাবুকে ।