পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ মা ও দাদুর বিরুদ্ধে - crime

নদিয়ার নাকাশিপাড়ায় সদ্যোজাত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে খুনের অভিযোগ উঠল মা ও দাদুর বিরুদ্ধে ।

অভিযুক্ত

By

Published : Jul 18, 2019, 7:55 PM IST

নাকাশিপাড়া , 18 জুলাই : সদ্যোজাতকে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল মা ও দাদুর বিরুদ্ধে । ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া বিল্বগ্রামের ।

মঙ্গলবার রাতে কন্যা সন্তান প্রসব করেন টুম্পা মণ্ডল (28) । অভিযোগ , নির্জন জায়গায় সদ্যোজাতকে পম্পা ও তাঁর বাবা মাটিতে গর্ত করে পুঁতে দেয় । সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের । এরপরই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায় ক্ষিপ্ত জনতা । ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল টুম্পার । কয়েক বছর ধরেই স্বামী ও শ্বশুড়বাড়ি ছেড়ে বাবার কাছে রয়েছে সে । সামাজিক সম্মানহানির ভয়েই শিশুটিকে হত্যা করেছে তারা । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । গ্রেপ্তার করা হয় পম্পা ও তার বাবাকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details