পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কল্যাণীতে বুকে ঘুষি খেয়ে মৃত্যু প্রবীণের - কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল

বাজারে সবজি দোকানের পাশে সাইকেল রাখা নিয়ে বচসা । সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । তার জেরে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর ।

murder in kalyani
মৃত্যু সবজি বিক্রেতার

By

Published : Feb 25, 2020, 6:08 PM IST

কল্যাণী, 25 ফেব্রুয়ারি : সাইকেল রাখা নিয়ে বচসার জের ৷ খুন ব্যক্তি ৷ মৃতের নাম নির্মল দাস(55) । কল্যাণীর মাঝেরচরের বাসিন্দা । আজ সকালে কল্যাণীর 2 নম্বর বাজার এলাকার ঘটনা । তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সবজি বিক্রেতা নির্মল দাস প্রতিদিনের মতো আজও বাজারে সবজি নিয়ে বসেন । সেই সময় তাপস চৌধুরি নামের এক যুবক এসে নির্মলের দোকানের পাশে সাইকেল রাখে । তা নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ৷ যা হাতাহাতির পর্যায়ে চলে যায় । অভিযোগ, তাপস বচসা চলাকালীন হঠাৎ নির্মল দাসের বুকে ঘুষি মারে । আঘাত পেয়ে মাটিতে বসে পড়েন নির্মলবাবু ৷ তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

কল্যাণী থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্তের সন্ধান পাওয়া যায়নি ৷ সে পালিয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details