চূর্ণীর দূষণ রুখতে পদক্ষেপ BJP সাংসদের - সাংসদ জগন্নাথ সরকার
চূর্ণীর জল দূষণমুক্ত করতে উদ্যোগী হলেন সাংসদ জগন্নাথ সরকার ।
রানাঘাট, 17 মার্চ : কয়েক বছর ধরেই একটি সুগার মিলের বর্জ্য সরাসরি এসে চূর্ণী নদীতে পড়ে। যার ফলে দূষিত হয়ে পড়ছে জল। মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর। এবার দূষণ রুখতে উদ্যোগ নিচ্ছেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার।
একাধিকবার দূষণ রুখতে প্রশাসন এবং নদী বাঁচাও কমিটির তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখনও দূষিত হচ্ছে চূর্ণীর জল । এবার নতুন করে উদ্যোগ নিতে চলেছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ইতিমধ্যেই নদিয়ার জেলাশাসককে একটি চিঠি পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছুটা হলেও অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে চূর্ণী নদী বাঁচানোর বিষয়টি আমি সংসদে তুলব।