পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিখোঁজ কলেজ ছাত্রী, দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে - ranaghat police station

রানাঘাট পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠল । নিখোঁজ কলেজ ছাত্রীর জন্য ডায়েরি করতে যায় তার মা-বাবা । তাঁদের অভিযোগ, সাহায্যের পরিবর্তে মেলে দুর্ব্যবহার । অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় ।

college student missing
নিখোঁজ কলেজ ছাত্রী

By

Published : Jan 19, 2020, 10:38 PM IST

রানাঘাট, 19 জানুয়ারি : দুর্ব্যবহারের অভিযোগ কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ৷ রানাঘাট থানার ঘটনা ৷ অভিযোগ, নিখোঁজ যুবতির নামে ডায়েরি করতে গেলে পরিবারকে শুনতে হয় অশ্লীল ভাষা । ছুড়ে ফেলে দেওয়া হয় ডায়েরির কপিও ৷

14 জানুয়ারি অঙ্কিতা বিশ্বাস নামে ওই যুবতি কলেজে যায় ৷ তারপর থেকে সে বাড়ি ফেরেনি । ওই যুবতি রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী । বাড়ি না ফেরায় অঙ্কিতার বাবা-মা নিখোঁজ ডায়েরি করার জন্য রানাঘাট থানার দ্বারস্থ হয় । অভিযোগ, পুলিশের তরফ থেকে আজও সুরাহা মেলেনি । বরং উলটে অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় তারা । অঙ্কিতার বাবা মা -র সঙ্গে অশ্লীল ভাষায় কথাও বলে । পুলিশের সাহায্য না মেলায় সোশাল মিডিয়ায় সাহায্যের আবেদন করে অঙ্কিতার পরিবার । অবশেষে মেয়ের ছবি দিয়ে "সন্ধান চাই" পোস্ট করে তারা ।

অঙ্কিতার বাবা- মা বলেন, অঙ্কিতা অত্যন্ত নম্র ও শান্ত স্বভাবের । তার প্রেমের কোনও সম্পর্ক নেই ৷ মঙ্গলবার কলেজে যাওয়ার আগে পরিবারের সঙ্গে কোনওরকম ঝামেলাও হয়নি । এরপর থেকে সে বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেয় ৷ কিন্তু তাতেও কোনও খোঁজ পাওয়া যায়নি অঙ্কিতার ৷ এরপর তাঁরা রানাঘাট থানায় যান নিখোঁজ ডায়েরি করতে ৷

ঘটনার প্রেক্ষিতে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার অনন্ত নাথ আশ্বাস দেন, পুলিশের তরফে অভব্য আচরণের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন ৷

ABOUT THE AUTHOR

...view details