রানাঘাট, 19 জানুয়ারি : দুর্ব্যবহারের অভিযোগ কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে ৷ রানাঘাট থানার ঘটনা ৷ অভিযোগ, নিখোঁজ যুবতির নামে ডায়েরি করতে গেলে পরিবারকে শুনতে হয় অশ্লীল ভাষা । ছুড়ে ফেলে দেওয়া হয় ডায়েরির কপিও ৷
14 জানুয়ারি অঙ্কিতা বিশ্বাস নামে ওই যুবতি কলেজে যায় ৷ তারপর থেকে সে বাড়ি ফেরেনি । ওই যুবতি রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী । বাড়ি না ফেরায় অঙ্কিতার বাবা-মা নিখোঁজ ডায়েরি করার জন্য রানাঘাট থানার দ্বারস্থ হয় । অভিযোগ, পুলিশের তরফ থেকে আজও সুরাহা মেলেনি । বরং উলটে অভিযোগের বয়ান ছুড়ে ফেলে দেয় তারা । অঙ্কিতার বাবা মা -র সঙ্গে অশ্লীল ভাষায় কথাও বলে । পুলিশের সাহায্য না মেলায় সোশাল মিডিয়ায় সাহায্যের আবেদন করে অঙ্কিতার পরিবার । অবশেষে মেয়ের ছবি দিয়ে "সন্ধান চাই" পোস্ট করে তারা ।