নদিয়া, 11 জুন: ফুচকা খেয়ে অসুস্থ একই গ্রামের 35 জন বাসিন্দা ৷ ফুচকা খাওয়ার কয়েক ঘণ্টা পরে থেকে সকলের পেটে ব্যথা শুরু হয়, সঙ্গে বমি । শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার দোবিলে এলাকায় । অসুস্থরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের মধ্যে কয়েকজন নাবালক-নাবালিকাও আছে ৷
জানা গিয়েছে, প্রতিদিনই স্থানীয় ওই বিক্রেতা গ্রামে ফুচকা বিক্রি করতে আসেন । শুক্রবারও গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন ৷ সেই ফুচকা খেয়েছিল বেশ কয়েকজন গ্রামবাসী ৷ তারপরেই অসুস্থ হয়ে পড়ে তারা ৷ ফুচকা খাওয়ার পরে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে যান বলে অনুমান এলাকাবাসীর ৷ তাদের মধ্য়ে একাধিক নাবালক ও নাবালিকাও আছে ৷ অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । কৃষ্ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে তাদের । বেশ কয়েকজন যদিও বাড়ি ফিরে এসেছেন সুস্থ হয়ে ৷
ঘটনা প্রসঙ্গে কৃষ্ণগঞ্জ হাসপাতালের সুপার সাথী কুণ্ডু জানান, ফুচকা খেয়েই অসুস্থ হয়েছেন সকলে। গতকাল সন্ধ্যায় অনেকে হাসপাতালে এসেছিলেন। তাদের চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে 3 জন চিকিৎসাধীন হাসপাতালে ৷ তবে অবস্থা গুরুতর নয় ৷