নদিয়া, 9 জুন:বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুনের অভিযোগ ৷ বৃহস্পতিবার রাতে শান্তিপুরের জাতীয় সড়কের পাশ থেকে গলা কাটা অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী । তাঁরাই দেহটি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত যুবকের নাম সোমনাথ পাল (27) ৷ তিনি শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার উত্তরপাড়ার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের সঙ্গে এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ আর ওই সম্পর্কের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে প্রতিবেশী এক মহিলার দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ সেই সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিলেন ওই মহিলার স্বামী সুজিত বিশ্বাস ৷ এমনকী ওই যুবক লুকিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তা দেখে ফেলেন মহিলার স্বামী ৷ অভিযোগ, তারপরই ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে খুন করেন ওই ব্যক্তি ৷ ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত সুজিত বিশ্বাস ৷ তবে ওই যুবককে কবে খুন করে দেহ ফেলে দিয়েছিল তা এখনও জানতে পারেনি পুলিশ ৷ তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জেরা করেছে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা ৷