নদিয়া, 5 ডিসেম্বর:নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল (Man Died Police Custody in Nadia)। নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি এই ব্যক্তিকে প্রথমে ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে এবং পরে তাঁকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে ফেলে যায়। মৃত ব্যক্তির নাম আব্দুলগরি শেখ ৷ বয়স 45 বছর। কীভাবে ব্যক্তির মৃত্যু হল তার প্রকৃত কারণ জানানোর দাবিও তোলেন মৃতের পরিবারের সদস্যরা ৷
সূত্রের খবর, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করতেন। কয়েকদিন ধরে ভীমপুরে বসবাস করছিলেন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে গতকাল ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে। পরে রাতে তাঁকে শক্তিনগর হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা যায়।