পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিছানায় নিথর অন্তঃসত্ত্বা বিবি, পাশেই ঝুলছে ব্যক্তির দেহ - শান্তিপুরে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা এলাকায়

পুলিশ ও বাড়ির লোকের প্রাথমিক অনুমান, বিবিকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

man-and-wife-deadbody-discovered-in-shantipur
শান্তিপুরে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা এলাকায়

By

Published : Nov 12, 2020, 3:04 PM IST

শান্তিপুর, 12 নভেম্বর : বিছানায় পড়ে রয়েছে অন্তঃসত্ত্বা বিবির মৃতদেহ ৷ গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শওহর ৷ এভাবেই জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান বিবিকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা । তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ৷

শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা দিলরুবা ইয়াসমিন । এক বছর আগে শান্তিপুর থানার মালঞ্চ এলাকার যুবক সাবির শেখের সঙ্গে দেখাশোনা করে নিকাহ হয় । দিলরুবার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শওহর সাবিরের মায়ের সঙ্গে তাঁর বিবির বাকবিতণ্ডা লেগেই থাকত । একাধিকবার ঝামেলার জেরে ইদানিং দিলরুবা ইয়াসমিন তাঁর বাবার বাড়িতেই থাকতেন ।

মৃতার পরিবারের সূত্রের খবর, 1 দিন আগে সাবির তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ দিলরুবা ইয়াসমিনের বাড়ি আসেন । গতকাল তাঁরা একই ঘরে ঘুমিয়েছিলেন । সকালে দিলরুবা ইয়াসমিনের ভাই দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করলেও তাঁরা কোনও উত্তর দেননি । ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির লোকের সন্দেহ হয় । অবশেষে ঘরের দরজা ভেঙে দেখা যায় দিলরুবা ইয়াসমিন বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷ অন্যদিকে, সাবিরের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে । এরপরে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা বাসিন্দারা আসে । শান্তিপুর থানায় খবর দেওয়া হয় ৷ এরপর ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

মৃতার পরিবারের প্রাথমিক অনুমান, দিলরুবা ইয়াসমিনকে মেরে তাঁর শওহর আত্মঘাতী হয়েছেন । যদিও ময়নাতদন্তের পর গোটা বিষয়টির সত্যতা জানা যাবে । ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details