পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ার তৃণমূল সভাপতির দায়িত্বে মহুয়া

নদিয়া উত্তর অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মহুয়া মৈত্র এবং নদিয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন শংকর সিংহ। এবার সম্পূর্ণ নদিয়ার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন মহুয়া মৈত্র ৷

নদিয়া
মহুয়া মৈত্র

By

Published : Jul 24, 2020, 4:52 AM IST

নদিয়া, 25 জুলাই : বড়সড় রদবদল তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা কমিটিতে। জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। জেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

লোকসভা ভোটের পর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির দুটি ভাগে বিভক্ত করেছিল রাজ্য নেতৃত্ব । একটি রানাঘাট লোকসভা কেন্দ্র এবং অপরটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। দলগত ভাষায় নদিয়া উত্তর এবং দক্ষিণ হিসেবে পরিচিত ছিল। এর আগে নদিয়া উত্তর অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মহুয়া মৈত্র এবং নদিয়া দক্ষিণ অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন শংকর সিংহ। তরপরই নদিয়া জেলার একটি সভাপতি করলেন, এবং সেই সভাপতির দায়িত্ব পেলেন মহুয়া মৈত্র।

একুশের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দলকে আরও বেশি শুদ্ধিকরণ করা হবে এবং দলের তরুণ মুখ নিয়ে আসতে হবে। সেই মত দলের জেলার প্রথম সারির নেতৃত্বদের নিয়ে একটি ভার্চুয়াল সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই অন্যান্য বেশ কয়েকটি জেলার মতই নদিয়া জেলার সংগঠনে বড়সড় রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো।

তৃণমূলের দাবি বয়স জনিত কারণে শংকর সিং-কে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে নদিয়া জেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন রাজ্যের কারামন্ত্রী এবং স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। নদিয়া জেলায় মোট তিনটি কো-অর্ডিনেটর রাখা হয়েছে । সেই দায়িত্ব দেওয়া হয়েছে নাসিরুদ্দিন আহম্মেদ, দীপক বসু এবং আবিররঞ্জন বিশ্বাসকে । এছাড়াও রানাঘাট উত্তর এবং রানাঘাট দক্ষিণের যুব সভাপতি নির্বাচিত করা হয়েছে। রানাঘাট উত্তর এর দায়িত্ব পেয়েছেন তৃণমূলে যুবর নেতা জয়ন্ত সাহা এবং নদিয়া দক্ষিণের দায়িত্ব পেয়েছেন প্রসেনজিৎ মণ্ডল।

ABOUT THE AUTHOR

...view details