হরিণঘাটা, 8 অক্টোবর : খালের উপর নেই কোনও পাকা সেতু । বাঁশের ভাঙাচোরা নড়বড়ে একটি মাত্র সাঁকো । এই সাঁকোই ভরসা নদিয়ার হরিণঘাটা বিধানসভার হিংনারা গ্রামপঞ্চায়েতের বেলেপাড়া গ্রামের প্রায় সাত হাজার বাসিন্দার ৷
কয়েকশো ছাত্রছাত্রীর স্কুল-কলেজে যাওয়া হোক বা অসুস্থদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া, সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের ৷ তা সত্ত্বেও সেতু তৈরিতে প্রশাসন উদাসীন বলেই অভিযোগ এলাকাবাসীর ৷ এলাকার মানুষের সুবিধার্থে এই লম্বা সাঁকোটি তৈরি করা হয়েছিল ৷ কিন্তু, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সাঁকোটির অবস্থাও ভালো নয় ৷ একসঙ্গে বেশি লোক সাঁকোয় উঠলেই সেটি নড়বড় করে ৷ সাইকেল, ভ্যান ও মোটরবাইকে ভারী জিনিসপত্র নিয়ে যাওয়া তো দূর, সামান্য হেঁটে যেতেও ভয় পান বাসিন্দারা ৷