নদিয়া, 20 অক্টোবর:কোজাগরী লক্ষ্মী পুজোয় নিজের মেয়েকে লক্ষ্মী রূপে পুজো (Lakshmi Puja 2021) করলেন পঞ্চায়েত অফিসার দম্পতি । কন্যাই জীবনের মূল সম্পদ - সমাজকে এই বার্তা দিতেই নদিয়ার (Nadia Couple) কৃষ্ণগঞ্জ ব্লকের শ্যামনগর গ্রামে এই আয়োজন ।
10 বছরের শিশুকন্যাকে রীতি মেনে লক্ষ্মী রূপে সাজিয়ে ব্রাহ্মণ ডেকে পুজো করলেন পঞ্চায়েত অফিসার পরিবারের লোকজন । মঙ্গলবার সন্ধে 7টা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের শ্যামনগর গ্রামে হল এমনই এক ব্যতিক্রমী লক্ষ্মী পুজো । ওই পুজো দিয়ে পুরোহিত শ্যামল মুখোপাধ্যায় জানিয়েছেন, "মেয়েরা তো মায়েরই জাত । তাই এখানে কুমারী মেয়ের লক্ষ্মী পুজো করা হল । সম্পূর্ণ শাস্ত্রমতে কুমারী কন্যাকে লক্ষী রূপে পুজো করা হয়েছে ।"
কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে মিতালী বিশ্বাসের বাপের বাড়ি । কর্মসূত্রে মিতালী বনগাঁ গ্রাম পঞ্চায়েতের একজিকিউটিভ অফিসার ৷ দেবাশিস বিশ্বাস হিজুলি গ্রাম পঞ্চায়েতের একজিকিউটিভ অফিসার । দেবাশিসের সঙ্গে মিতালীর বিয়ে হয় শ্যামনগরে । বর্তমানে পরিবারে বাবা অমল বিশ্বাস, মা চম্পা বিশ্বাস, পুত্র দেবাশিস, পুএবধূ মিতালী, নাতনি দেবাদৃতা ও নাতি দেবাপ্রিয়ন এবং মেয়ে প্রিয়ালিকে নিয়ে সুখের সংসার । এই বাড়িতেই ঘটা করে দেবাদৃতাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়েছে ।
দেবাশিসের কথায়, "আমরা পঞ্চায়েত অফিসার হয়ে দেখতে পাই বিভিন্ন জায়গায় কন্যাসন্তানকে অনেকে অবহেলা করে থাকেন । পুত্রবধূ হিসেবে অন্যের কন্যাসন্তানকে নিজের ঘরে আনার পর তাঁর উপর অনেকেই অত্যাচার করেন । আমরা মনে করি পুত্র ও কন্যাসন্তান উভয়েই সমান ।" অন্যদিকে দেবাদৃতার মা মিতালী বিশ্বাস বলেন, "কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই কীভাবে মেয়েদের উপর অত্যাচার হয় ৷ সেই অভিজ্ঞতা থেকে নিজেরা চিন্তাভাবনা করি, কন্যা সন্তানকে বাঁচাতে হবে ৷ অনেক পরিবারই জানে না মেয়েরা সমাজের কত বড় সম্পদ ।"
আরও পড়ুন:Ena Saha : লক্ষ্মীদেবীর আরাধনায় এনা সাহা, ছায়াসঙ্গী বোন ডোনা