পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmi Puja: নিজের কন্যাকে লক্ষ্মী রূপে পুজো পঞ্চায়েত অফিসার দম্পতির - লক্ষ্মী পুজো 2021

মেয়েদের সম্মান জানানো হোক ৷ কারণ তাঁরাই আসল সম্পদ ৷ সমাজকে এই বার্তা দিতে নিজের কন্যাসন্তানকে লক্ষ্মী রূপে পুজো (Lakshmi Puja 2021) করলেন নদিয়ার দম্পতি (Nadia Couple)৷

Lakshmi Puja 2021: couple worshipped their daughter as goddess lakshmi
জের কন্যাকে লক্ষ্মী রূপে পুজো পঞ্চায়েত অফিসার দম্পতির

By

Published : Oct 20, 2021, 8:54 AM IST

নদিয়া, 20 অক্টোবর:কোজাগরী লক্ষ্মী পুজোয় নিজের মেয়েকে লক্ষ্মী রূপে পুজো (Lakshmi Puja 2021) করলেন পঞ্চায়েত অফিসার দম্পতি । কন্যাই জীবনের মূল সম্পদ - সমাজকে এই বার্তা দিতেই নদিয়ার (Nadia Couple) কৃষ্ণগঞ্জ ব্লকের শ্যামনগর গ্রামে এই আয়োজন ।

10 বছরের শিশুকন্যাকে রীতি মেনে লক্ষ্মী রূপে সাজিয়ে ব্রাহ্মণ ডেকে পুজো করলেন পঞ্চায়েত অফিসার পরিবারের লোকজন । মঙ্গলবার সন্ধে 7টা নাগাদ নদিয়ার কৃষ্ণগঞ্জের শ্যামনগর গ্রামে হল এমনই এক ব্যতিক্রমী লক্ষ্মী পুজো । ওই পুজো দিয়ে পুরোহিত শ্যামল মুখোপাধ্যায় জানিয়েছেন, "মেয়েরা তো মায়েরই জাত । তাই এখানে কুমারী মেয়ের লক্ষ্মী পুজো করা হল । সম্পূর্ণ শাস্ত্রমতে কুমারী কন্যাকে লক্ষী রূপে পুজো করা হয়েছে ।"

কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে মিতালী বিশ্বাসের বাপের বাড়ি । কর্মসূত্রে মিতালী বনগাঁ গ্রাম পঞ্চায়েতের একজিকিউটিভ অফিসার ৷ দেবাশিস বিশ্বাস হিজুলি গ্রাম পঞ্চায়েতের একজিকিউটিভ অফিসার । দেবাশিসের সঙ্গে মিতালীর বিয়ে হয় শ্যামনগরে । বর্তমানে পরিবারে বাবা অমল বিশ্বাস, মা চম্পা বিশ্বাস, পুত্র দেবাশিস, পুএবধূ মিতালী, নাতনি দেবাদৃতা ও নাতি দেবাপ্রিয়ন এবং মেয়ে প্রিয়ালিকে নিয়ে সুখের সংসার । এই বাড়িতেই ঘটা করে দেবাদৃতাকে লক্ষ্মী রূপে পুজো করা হয়েছে ।

দেবাশিসের কথায়, "আমরা পঞ্চায়েত অফিসার হয়ে দেখতে পাই বিভিন্ন জায়গায় কন্যাসন্তানকে অনেকে অবহেলা করে থাকেন । পুত্রবধূ হিসেবে অন্যের কন্যাসন্তানকে নিজের ঘরে আনার পর তাঁর উপর অনেকেই অত্যাচার করেন । আমরা মনে করি পুত্র ও কন্যাসন্তান উভয়েই সমান ।" অন্যদিকে দেবাদৃতার মা মিতালী বিশ্বাস বলেন, "কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই কীভাবে মেয়েদের উপর অত্যাচার হয় ৷ সেই অভিজ্ঞতা থেকে নিজেরা চিন্তাভাবনা করি, কন্যা সন্তানকে বাঁচাতে হবে ৷ অনেক পরিবারই জানে না মেয়েরা সমাজের কত বড় সম্পদ ।"

আরও পড়ুন:Ena Saha : লক্ষ্মীদেবীর আরাধনায় এনা সাহা, ছায়াসঙ্গী বোন ডোনা

তিনি আরও জানান, "আমার মেয়ে জন্ম নেওয়ার পর থেকেই আয়, উন্নতি, সম্পদ বৃদ্ধি পেয়েছে । তাই আমরা স্বামী-স্ত্রী মিলে সিদ্ধান্ত নিই, এ বছর মাটির প্রতিমা বাদ দিয়ে নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো করব ৷ সেটাই করলাম । আমরা চাই প্রতিটি মানুষই যেন নিজেদের কন্যাসন্তানকে মাতৃরূপে সম্মান করেন ৷"

আরও পড়ুন:Lakshmi Puja : ফল-সবজির দাম আকাশছোঁয়া, লক্ষ্মীর আরাধনার আগে বাজারেই নাজেহাল বাঙালি

দেবাদৃতার দাদু বললেন, "আমি তো ভাবতেই পারছি না এটা আমার দিদিভাই । লাল শাড়ি, মাথায় মুকুট, গলায় মালা, একহাতে পদ্ম, কাঁখে ছোট কলসে মুদ্রা - দেবদৃতাকে সত্যিই লক্ষ্মীর মতো লাগছে ।" ঠাকুমা হাতে ফুল-বেলপাতা নিয়ে অঞ্জলির মন্ত্রোচ্চারণ করতে গিয়ে তাঁর অশ্রু ঝরে পড়ছিল ৷ তিনি বললেন, "ভেবে উঠতে পারছি না, এই আমার আদরের নাতনি, যার দশ বছর হয়ে গেল । বিধাতার লিখনে আজ যাকে লক্ষ্মী রূপে পুজো করছি, সে একদিন অন্য সংসারে চলে যাবে ৷ তখন কীভাবে আদরের নাতনিকে ছেড়ে থাকব !"

আরও পড়ুন:অলক্ষ্মী দূর হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, মিঠানীতে তাই অন্য লক্ষ্মীপুজো

একমাত্র পিসি প্রিয়ালি বিশ্বাস বললেন, "সমাজসেবা করতে করতেই পথচলা শুরু । যেখানে মেয়েদের উপর অত্যাচার হয় সেখানেই ঝাঁপিয়ে পড়ি । বাড়ির মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করতে পেরে আমরা ধন্য ।" এ দিন জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করেন বহু মানুষ ।

আরও পড়ুন :Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

ABOUT THE AUTHOR

...view details