নাকাশিপাড়া, 27 সেপ্টেম্বর : নদিয়ার নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়ায় ঝাড়ফুঁকের নামে দুই শিশুর গায়ে আগুন ৷ মৃত 1 ৷ গুরুতর আহত আরও এক। অসুস্থ দুই শিশুকে ভূতে ধরেছে, এই ভয় দেখিয়ে সুস্থ করে দেওয়ার নাম করে দুই ভাইকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠল এক ওঝার বিরুদ্ধে । মৃত্যু হয়েছে জাহ্নবী শেখ (8) নামে এক শিশুর । গুরুতর জখম তার দাদা জাহাঙ্গির শেখ (6) । তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে অভিযুক্ত ওঝা টুকটুকি বিবিকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ।
কাঁঠালবেড়িয়ার বাসিন্দা হলধর শেখের দুই সন্তান গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল । এক প্রতিবেশীর পরামর্শে হলধর শেখ তাঁর দুই সন্তানকে নাকাশিপাড়া থানার কাঁঠালবেড়িয়া এলাকায় টুকটুকি বিবি নামে ওই ওঝার কাছে নিয়ে যান । অভিযোগ, ওই ওঝা হলধর শেখ ও তাঁর স্ত্রীকে জানায় তাঁদের দুই সন্তানকে ভূতে ধরেছে ৷ অভিযোগ, সেই ভূত ছাড়িয়ে দেওয়ার নাম করে সাড়ে 10 হাজার টাকাও দাবি করে ওই ওঝা । অন্ধবিশ্বাসে ওঝার প্রস্তাবে রাজি হয়ে যায় ওই দম্পতি ।