পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

House Wife Murder At Santipur: গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে

গৃহবধূকে হত্যা করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে (House Wife Murder At Santipur)। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ঢাকাপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম মিনা পাল ৷

House Wife Murder At Santipur
গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে

By

Published : Mar 15, 2022, 1:02 PM IST

শান্তিপুর, 15 মার্চ: গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে (House Wife Murder At Santipur)। গৃহবধূর বাপের বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ঢাকাপাড়া এলাকায়। জানা গিয়েছে, 6 বছর আগে নদিয়ার তাহেরপুর থানার বিননগর বিলপাড়ার বাসিন্দা মিনা পালের সঙ্গে বিয়ে হয় শান্তিপুর থানা এলাকার ঢাকাপাড়ার বাসিন্দা উজ্জ্বল পালের। বর্তমানে তাঁদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে।

অভিযোগ, বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন অজুহাত নিয়ে তাঁর স্বামী উজ্বল পাল, শ্বশুর অতীশ পাল, শাশুড়ি কল্পনা পাল এবং জা টুম্পা পাল তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কিছুদিন আগেও তাঁকে টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের। এর আগেও অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার গৃহবধূ বাপের বাড়ি চলে আসেন। অভিযুক্ত স্বামী উজ্বল পাল বারবার গৃহবধূকে বুঝিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন: রান্নায় নুনের বদলে নাইট্রেট ! শান্তিপুরে গুরুতর অসুস্থ পরিবারের 9 সদস্য

গৃহবধূর পরিবারের অভিযোগ কয়েকদিন আগেও তাঁকে অনুরোধ করে বাপের বাড়ি থেকে নিয়ে এসে পরিকল্পনামাফিক মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। শান্তিপুর থানায় গৃহবধূর পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকজন চাইছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details