পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ছে সবজির দাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিপুরে বাজার পরিদর্শন বিধায়কের

রাতারাতি দাম বাড়ল সবজির । আজ পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকার নানা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ।

shantipur
ছবি

By

Published : Mar 25, 2020, 5:37 PM IST

Updated : Mar 25, 2020, 5:48 PM IST

শান্তিপুর, 25 মার্চ : 21 দিনের জন্য লকডাউন সারা দেশ । আতঙ্কে 10 দিনের খাদ্যসামগ্রী একদিনে কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে রাতারাতি আলু-সহ নানা সবজির দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ী। কিন্তু বিক্রেতারা যাতে বাড়তি দাম নিতে না পারে তাই এবার বাজারগুলি ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য । কথা বললেন ক্রেতা ও বিক্রেতা উভয়ের সঙ্গে ।

কী পরিস্থিতি নদীয়ার শান্তিপুরে ?
কোরোনা সংক্রমণ ও সারা দেশ লকডাউনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। তার জেরেই সবজি বাজারে উপচে পড়া ভিড় মানুষজনের । তাঁরা 10 দিনের খাদ্যসামগ্রী একদিনে কিনে নিয়ে যাচ্ছেন । অভিযোগ, এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে একশ্রেণীর ব্যবসায়ী। আলুসহ একাধিক সবজির দাম রাতারাতি দ্বিগুণ করে দিয়েছেন তারা। ব্যবসায়ীরা যাতে বাড়তি দাম না নিতে পারে ও বাজারের সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে শান্তিপুরের বাজার ঘুরে দেখেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
বাজার ঘুরে দেখছেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য

আজ গোবিন্দপুর সবজি আড়ত থেকে শুরু করে শান্তিপুর স্টেশন নতুনহাট, সুত্রাগড় এবং মালঞ্চ বাজারসহ একাধিক বাজার পরিদর্শন করেন তিনি । বাজারে গিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেন । বাড়তি দাম যে নেওয়া যাবে না তাও স্পষ্ট করে দেন বিক্রেতাদের।

বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বলেন, "সাধারণ মানুষের কাছ থেকে খবর আসছিল ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। সেই কারণেই শান্তিপুরের একাধিক বাজার পরিদর্শন করে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বললাম। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আলু-সহ বিভিন্ন দ্রব্যের দাম অনেকটাই সাধ্যের মধ্যে আনা গেছে । এখন প্রতিটি বাজারে প্রায় এক দরে বিক্রি হচ্ছে আলু। তবে আগে লাগামছাড়া দাম নেওয়া হচ্ছিল। নিয়মিতভাবে নজর রাখা হবে বাজারগুলির উপর।"

Last Updated : Mar 25, 2020, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details