শান্তিপুর, 27 জুলাই :ভুয়ো আইপিএস, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সিবিআই আধিকারিক, ভুয়ো মানবাধিকার কর্মী, আরও কত কী ! ইদানীংকালে রাজ্যজুড়েই যেন ভুয়োদের ধরপাকড়ের মরশুম চলছে ! সোমবার রাতে ধরা পড়ল এমনই এক ভুয়ো পুলিশ ৷ সঙ্গে তার গাড়ির চালক ৷ ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আবুল বকির শেখ এবং তার গাড়ির চালক সম্রাট ঘোষ ৷
আরও পড়ুন :ছিল শ্মশানের ডোম, হয়ে গেল সিবিআই আধিকারিক, চিত্তরঞ্জনে আরেক দেবাঞ্জন
সোমবার রাতে রুটিন নাকা-তল্লাশি চালাচ্ছিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ ৷ সেই সময়েই একটি গাড়ি দেখে সন্দেহ হয় টহলরত পুলিশকর্মীদের ৷ অভিযোগ, গাড়িটিতে পুলিশ লেখা স্টিকার আটকানো থাকলেও ভিতরে পুলিশের কেউ ছিলেন না ৷ এরপর গাড়িটি থামান পুলিশকর্মীরা ৷ গাড়ির ভিতরে বসে ছিল আবুল বকির শেখ ৷ সে পূর্ব বর্ধমানের কালনার পূর্বপাড়া এলাকার বাসিন্দা ৷