পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিনে 12 রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির চিকিৎসকের - record

নজিরবিহীন অস্ত্রোপচার কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালে । একজন চিকিৎসক একই দিনে 12 জন রোগীর শরীরে সফল পেসমেকার বসিয়ে নজির গড়লেন ৷

একদিনে 12 রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির চিকিৎসকের

By

Published : Jul 24, 2019, 11:19 PM IST

কল্যাণী, 24 জুলাই : চিকিৎসায় গাফিলতির জেরে চিকিৎসক নিগ্রহ মাঝে মাঝেই দেখা যায় রাজ্যে । পরিকাঠামো নিয়েও অভিযোগ ওঠে বারবার । এই সবের মাঝেই ন্যূনতম পরিকাঠামো ও স্বল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে একদিনে একজন চিকিৎসক 12 জন রোগীর বুকে পেসমেকার বসিয়ে নজির গড়লেন । কল্যাণী গান্ধি মেমোরিয়াল হাসপাতালে এই অসাধ্য সাধন করলেন চিকিৎসক চন্দন মিশ্র ।

ডাক্তার মিশ্রর দাবি, এই অপারেশন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে নজিরবিহীন । তার কারণ, একজন চিকিৎসকের দ্বারা একই দিনে 12 জন রোগীর শরীরে পেসমেকার বসানো এটাই প্রথম । মোট 12 জন রোগীর মধ্যে 8 জন পুরুষ ও 4 জন মহিলা । প্রত্যেকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । একদিন পরেই তাঁদের ছুটি দেওয়া হতে পারে বলে জানা গেছে ।

22 জুলাই সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত 12 জন রোগীর বুকে পেসমেকার বসান চন্দন মিশ্র । এক-একটি পেসমেকার বসাতে ন্যূনতম 40 মিনিট থেকে 1 ঘণ্টার প্রয়োজন হয় । চন্দন মিশ্রর নেতৃত্বে মেডিকেল টিমে কাজ করছিলেন 10 জন ডাক্তার, নার্সিং স্টাফ, কর্মীরা ।

একদিকে যখন সরকারি হাসপাতালে বিনা চিকিৎসা, ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তখন সামান্য পরিকাঠামো, অল্প কর্মী নিয়ে সরকারি হাসপাতালে এই ধরনের অপারেশন স্বাভাবিকভাবেই চিকিৎসকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে ।

ABOUT THE AUTHOR

...view details