বেলঘড়িয়া, 14 জুলাই:পঞ্চায়েত নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি ৷ মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন সিপিএম প্রার্থী অরবিন্দ প্রামাণিক ৷ শান্তিপুরের বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী ছিলেন প্রামাণিক ৷ স্থানীয়রা জানাচ্ছেন, 11 জুলাই ভোটের ফলাফলে জানা যায় পরাজিত অরবিন্দ প্রামাণিক । তারপর থেকেই তিনি মানসিক অবসাদে চলে যান । 12 তারিখ সকালে ঘাস মারার কীটনাশক খেয়ে ফেলেন সিপিএম প্রার্থী । শুক্রবার সকালে কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শান্তিপুরের নতুন ফুলিয়ার বাসিন্দা অরবিন্দ প্রামাণিক দীর্ঘদিন সিপিএমের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। আগে বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিনবার গ্রাম পঞ্চায়েতের সদস্য ও একবার পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করেছিলেন। এবছর নিজের ওয়ার্ডে মহিলা প্রার্থী হওয়ার কারণে পাশের 245 নম্বর বুথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটের ফল সামনে আসতেই হতাশা অরবিন্দবাবু । পরিবারের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন বলে জানা গিয়েছে । 12 তারিখ সকালে পরিবারের অজান্তেই কীটনাশক খেয়ে ফেলেন ওই সিপিএম প্রার্থী।