পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake IAS Officer : এবার ভুয়ো আইএএস অফিসারের হদিশ কৃষ্ণনগরে - Fake IAS Officer : এবার ভুয়ো আইএএস অফিসারের হদিশ কৃষ্ণনগরেও !

নদিয়া জেলার কৃষ্ণনগরেও হদিশ মিলল ভুয়ো আইএএস অফিসারের ৷ তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে কৃষ্ণনগর কোতয়ালি থানায় ।

কৃষ্ণনগরে ভুয়ো আইএএস অফিসারের হদিশ
কৃষ্ণনগরে ভুয়ো আইএএস অফিসারের হদিশ

By

Published : Jul 18, 2021, 10:03 AM IST

কৃষ্ণনগর , 18 জুলাই : এবার ভুয়ো আইএএস অফিসারের হদিশ পাওয়া গেল নদিয়ার কৃষ্ণনগরে ৷ আইএএস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে অচিন্ত্য চৌধুরী নামে এক ব্যক্তি ৷ ইতিমধ্যেই তা নিয়ে অভিযোগও দায়ের হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ।

অচিন্ত্য চৌধুরী নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা চালাচ্ছিল ৷ নিজের গাড়িতে নীল বাতিও লাগিয়ে রাখত সে ৷ অভিযোগ, কল্যাণী থানা এলাকার বাসিন্দা অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে একাধিক কাজ করে দেওয়ার নাম করে প্রায় 2 লক্ষ 25 হাজার টাকা আত্মসাৎ করেছে । অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দিতেও থাকেন ৷ তবে পরের দিকে তাঁর সন্দেহ হয় অচিন্ত্য চৌধুরী আদৌ আইএএস অফিসার কি না । এরপরই বিভিন্ন জায়গায় খোঁজ নেন অভিজিৎ ৷ দেখেন অচিন্ত্য নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিয়েছে । তারপরই অভিজিৎ থানার দ্বারস্থ হন ৷ জালিয়াতির ঘটনায় এখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে । তার মধ্যেই আরার এই ঘটনা ৷

দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলা নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হয়েছে । ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ৷ এবিষয়ে রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার বলেন, "দীর্ঘদিন ধরে অভিজিৎ রায় থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁর অভিযোগ জমা নেওয়া হয়নি । অর্থাৎ এই ঘটনায় পরিষ্কার যে এরাজ্যের শাসকদলের নেতা-নেত্রীরা জালিয়াতির সঙ্গে জড়িত ।"

আরও পড়ুন : ছিল শ্মশানের ডোম, হয়ে গেল সিবিআই আধিকারিক, চিত্তরঞ্জনে আরেক দেবাঞ্জন

ABOUT THE AUTHOR

...view details