নদিয়া, 8 জুন:সিজিও থেকে স্ত্রী বেরোতেই অভিষেককে সমন ইডির ৷ আর যার ঝাঁঝালো প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, ইডির ডাকে যে তিনি সাড়া দিচ্ছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নবজোয়ার যাত্রা থেকে অভিষেক সাফ জানিয়ে দিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমনের জবাব তিনি দেবেন না ৷ একই সঙ্গে, রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর তিনি ইডি আধিকারিকদের সামনে হাজিরা দেবেন বলেও এদিন জানান অভিষেক ৷
নবজোয়ার যাত্রায় এই মুহূর্তে নদিয়ার কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর উল্লেখযোগ্যভাবে, এদিনই প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ আর রুজিরা বেরোতেই অভিষেককে নোটিশ পাঠায় ইডি ৷ তবে রুজিরাকে এদিন কয়লা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ অন্যদিকে, অভিষেককে ডাকা হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় ৷ ইডি সূত্রে খবর, আগামী মঙ্গলবার 13 জুন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য অভিষেককে নোটিশ পাঠানো হয়েছে ৷ তবে সেই ডাকে যে তিনি যাচ্ছেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বাধ্য নই ৷ যখন ডাকবে তখনই আমি যেতে প্রস্তুত নই ৷" তবে তিনি পঞ্চায়েত নির্বাচনের শেষে ইডির সামনে হাজির হতে পারবেন বলেও জানান অভিষেক ৷