পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: ডাকলেই যেতে পারব না, ইডিকে আক্রমণ অভিষেকের

তৃণমূলের জনজোয়ার দেখে বিজেপি ভয় পেয়েছে বলেই ইডি তলব করছে বলে দাবি করেছেন অভিষেক ৷ সেই সঙ্গে তিনি রীতিমতো হুমকির সুরে জানান, যখন ডাকবে তখনই তিনি যেতে প্রস্তুত নন।

Etv Bharat
ইডিকে চরম আক্রমণ অভিষেকের

By

Published : Jun 8, 2023, 10:46 PM IST

Updated : Jun 8, 2023, 11:12 PM IST

ইডিকে চরম আক্রমণ অভিষেকের

নদিয়া, 8 জুন:সিজিও থেকে স্ত্রী বেরোতেই অভিষেককে সমন ইডির ৷ আর যার ঝাঁঝালো প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, ইডির ডাকে যে তিনি সাড়া দিচ্ছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নবজোয়ার যাত্রা থেকে অভিষেক সাফ জানিয়ে দিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমনের জবাব তিনি দেবেন না ৷ একই সঙ্গে, রাজ্যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর তিনি ইডি আধিকারিকদের সামনে হাজিরা দেবেন বলেও এদিন জানান অভিষেক ৷

নবজোয়ার যাত্রায় এই মুহূর্তে নদিয়ার কর্মসূচিতে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর উল্লেখযোগ্যভাবে, এদিনই প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ৷ আর রুজিরা বেরোতেই অভিষেককে নোটিশ পাঠায় ইডি ৷ তবে রুজিরাকে এদিন কয়লা দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি ৷ অন্যদিকে, অভিষেককে ডাকা হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় ৷ ইডি সূত্রে খবর, আগামী মঙ্গলবার 13 জুন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য অভিষেককে নোটিশ পাঠানো হয়েছে ৷ তবে সেই ডাকে যে তিনি যাচ্ছেন না, তা সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বাধ্য নই ৷ যখন ডাকবে তখনই আমি যেতে প্রস্তুত নই ৷" তবে তিনি পঞ্চায়েত নির্বাচনের শেষে ইডির সামনে হাজির হতে পারবেন বলেও জানান অভিষেক ৷

কিন্তু কেন ইডির ডাকে যাচ্ছেন না অভিষেক ? তৃণমূল সাংসদের দাবি, এই মুহূর্তে তিনি দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। নবজোয়ারের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে ৷ পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মসূচি ছেড়ে কোনওভাবেই তিনি ইডির তলবে যেতে পারবেন না বলেই জানান অভিষেক ৷ তৃণমূল সাধারণ সম্পাদককে প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারির তদন্তের জন্য গত 20 মে তলব করে সিবিআই ৷ সেবার নিজাম প্যালেসে প্রায় দশ ঘণ্টা তাঁকে জেরা করে সিবিআই অফিসাররা ৷ এবার তাঁকে ওই মামলাতেই তলব করেছে ইডি ৷

আরও পড়ুন:স্ত্রী রুজিরা বেরিয়ে যেতেই নিয়োগ দুর্নীতিতে অভিষেককে তলব ইডি'র, যাচ্ছেন না তৃণমূল সাংসদ

অন্যদিকে ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 13 জুন সকাল 11 টায় ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে। তাঁকে মূলত রাজ্যের স্কুলে অবৈধ নিয়োগের জন্য জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা ৷ এদিন, একজন ইডি আধিকারিক দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতনে' গিয়ে সমন দিয়ে আসেন বলে জানা গিয়েছে।

Last Updated : Jun 8, 2023, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details