কৃষ্ণগঞ্জ, ১১ মার্চ : রাস্তা আটকে পরপর গাড়ি থামিয়ে লুটপাট চালাল একদল ডাকাত। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার।
স্থানীয় সূত্রে খবর, গতরাতে বউভাতের অনুষ্ঠান থেকে রাত ১১টার সময় ফিরছিল একটি বাস। বাসে ৪০ জন যাত্রীর মধ্যে ২০ জন ছিল মহিলা। সেইসময় পুলিশের ব্যারিকেট ও বাঁশ দিয়ে রাস্তা আটকায় একদল ডাকাত। তারা বাস থামিয়ে প্রথমে মোবাইল, টাকা, গহনা কেড়ে নেয়। বাধা দিলে তারা বন্দুক, রামদা, ভোজালি ও বড় বড় লাঠি নিয়ে বেধড়ক মারতে থাকে। চিৎকার করলে গুলি করে দেওয়ারও হুমকি দেয়। শুধু বিয়েবাড়ির বাসই নয়, অন্য গাড়ি দাঁড় করিয়ে একইভাবে লুটপাট চালাতে থাকে তারা।
স্থানীয়রা অভিযোগ করেন, যে রাস্তায় এই ঘটনা ঘটে সেখান দিয়ে ৪০ মিনিট অন্তর পুলিশের পাইলট ভ্যান মনিটরিং করে। কিন্তু গতরাতে দেড় ঘণ্টা ধরে ডাকতরা লুটপাট চালালেও পুলিশের দেখা পাওয়া যায়নি। স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ যথেষ্ট ফোর্সের অভাব দেখিয়ে আসতে দেরি করে। অবশেষে ডাকাত দল চলে যাওয়ার মিনিট দশেক পর পুলিশ ঘটনাস্থানে পৌঁছায়।
যাত্রীদের অভিযোগ, ডাকাত দল এবং পুলিশের মধ্যে কোনও যোগসাজশ রয়েছে। ঢিলছোড়া দূরত্বে কৃষ্ণগঞ্জ থানা হওয়া সত্ত্বেও দেড় ঘণ্টা ধরে ডাকাতরা তাণ্ডব চালালে পুলিশ হাজির হয়নি। নদিয়া জেলার পুলিশ সুপার রূপেশ কুমারকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন ধরেননি।