পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসের সঙ্গে সাংসদের গাড়ির ধাক্কা, ধৃত 2 - mp car accident

যাত্রীবোঝাই বাস ও রাজ্যসভার সাংসদের গাড়ি দুর্ঘটনা ৷ অভিযোগ, এরপর বাসযাত্রী ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙচুর চালায় ওই সাংসদের গাড়িতে ৷

ছবি
ছবি

By

Published : Nov 8, 2020, 4:20 PM IST

কৃষ্ণনগর, 8 নভেম্বর : যাত্রীবোঝাই বাসের সঙ্গে রাজ্যসভার সাংসদের গাড়ির ধাক্কা । বাস যাত্রী এবং স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে সাংসদের নিরাপত্তা কর্মীদের মারধর করার অভিযোগ ৷ একই সঙ্গে গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে । থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বাস চালক এবং খালাসি । ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর থানার ঝিটকিপোতা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের ।

রাজ্যসভার তৃণমূল সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস ও তাঁর নিরাপত্তারক্ষী গাড়িতে করে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন । সেই সময় ঝিটকিপোতা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের উলটোদিক থেকে একটি যাত্রী বোঝাই বাস রানাঘাটের দিকে আসছিল । তখনই সাংসদের গাড়ির সঙ্গে ওই যাত্রী বোঝাই বাসের ধাক্কা লাগে । যদিও যাত্রীসহ সাংসদের কারোরই কোনও ক্ষয়ক্ষতি হয়নি । এরপরই বাস চালকের সঙ্গে সাংসদের নিরাপত্তাকর্মী ও চালকের কথা কাটাকাটি শুরু হয় । অভিযোগ, বাস যাত্রী এবং স্থানীয় গ্রামবাসীরা সাংসদের গাড়ি চালককে মারধর করে । এরপরই নিরাপত্তারক্ষীরা বন্দুক দেখিয়ে প্রতিবাদ করতেই তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । ভাঙচুর করা হয় সাংসদের গাড়ি ।

যাত্রীবাহী বাসের সঙ্গে সাংসদের গাড়ির দুর্ঘটনা

খবর পেয়ে ঘটনাস্থানে যায় কৃষ্ণনগর থানার পুলিশ । তারাই পরিস্থিতি সামাল দেয় । এরপরে সাংসদের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাস চালক এবং খালাসিকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর থানার পুলিশ । তাঁদের আজ কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হয় ।

ABOUT THE AUTHOR

...view details