নদিয়া, 9 অগাস্ট: ফের মানব পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী । ঘটনাস্থান নদিয়ার ফিটকারি গেট বর্ডার আউট পোস্ট । ঘটনায় দুই নাবালক-সহ এক মহিলাকে হেপাজতে নেয় BSF । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 37 হাজার 540 বাংলাদেশি টাকা । মানব পাচারকারীদের টাকা দিয়ে তারা ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিল বলে জানা গেছে ।
দিন কয়েক আগে BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের নতুন ইন্সপেক্টর জেনারেল নির্বাচিত হন অশ্বিনীকুমার সিং । দায়িত্ব নেওয়ার পরেই BSF-এর অফিসার এবং জওয়ানদের উদ্দেশে বার্তা দেন, সীমান্ত অপরাধের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে হবে । বন্ধ করতে হবে অবৈধ অনুপ্রবেশ । তারপর থেকে আরও জোরদার হয়েছে অভিযান । 24 ঘণ্টাই চলছে কড়া পাহারা । আজ ভোর রাতে নদিয়ার ফিটকারি গেট আউট পোস্টের কাছে সীমান্তের ওপারে চার-পাঁচ জনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায় । তারা কলা বাগানের ঝোপ দিয়ে অন্ধকারে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ।
মানব পাচারের চেষ্টা রুখল BSF, উদ্ধার বাংলাদেশি টাকা - অবৈধ অনুপ্রবেশ
ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন । সন্দহজনক গতিবিধি নজরে আসতেই তিনজনকে ধরে ফেলে BSF । তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
অন্ধকারের সুযোগ নিয়ে দু-এক জন পালিয়ে গেলেও BSF কর্মীদের হাতে ধরা পড়ে যায় এক মহিলা-সহ দুই নাবালক । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, খুলনার মোরালগঞ্জ এলাকার বাসিন্দা তারা । জানা যায়, বাংলাদেশী মানব পাচারকারী হিরেন এবং মুন্নার সাহায্য নিয়ে তারা এপারে এসেছে । বিনিময় দিতে হয়েছে জনপ্রতি পাঁচ হাজার টাকা । ওই মহিলা আরও জানিয়েছে, ভারতে প্রবেশের পর তিনি বেঙ্গালুরুতে যেতে চাইছিলেন পরিচারিকার কাজের জন্য । BSF ওই তিন জনকে হাঁসখালি থানার পুলিশের থাতে তুলে দিয়েছে । তুলে দেওয়া হয়েছে বাজেয়াপ্ত টাকা এবং মোবাইল ফোন । রাজ্যের কোনও মানব পাচারকারী এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।