পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি - তৃনমূল

শান্তিপুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

Shantipur bomb case
Shantipur bomb case

By

Published : May 17, 2021, 3:20 PM IST

শান্তিপুর , 17 মে : অশান্ত শান্তিপুর ৷ বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ৷ গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

রবিবার রাতের অন্ধকারে বিজেপি কর্মী বাপ্পা দাসের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনার পর আজ সকালে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী ৷

বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি

আরও পড়ুন : সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের লালবাজারে

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর শহরের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব কর বলেন, "আমাদের 16 নম্বর ওয়ার্ডের 222 নম্বর বুথের কার্যকর্তা বাপ্পা দাস ৷ এখানে শান্তিপুরে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে ৷ এর জন্য চক্ষুশূল হয়ে গিয়েছেন বিজেপি কর্মীরা ৷ তাঁদের উপর হুমকি আসছে, কখনও বলছে মেরে দেব ৷ কখনও দল ছেড়ে চলে আসতে বলছে ৷ কাল তাই বোমা মেরে, ভোজালি, আগ্নেয়াস্ত্র নিয়ে একটা সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে ৷ "

শান্তিপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি

এই ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, "সারা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে বিজেপি চক্রান্ত করে এবং গেম প্ল্যান তৈরি করে তৃণমূলের দিকে তির ছুড়ছে ৷"

পুরো ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details