শান্তিপুর, 29 এপ্রিল: নদিয়ার শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডের রাধারানি স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার হল তাজা বোমা । পুলিশে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।
শান্তিপুরে ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে উদ্ধার বোমা - boma recovered
নদিয়ার শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডের রাধারানি স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার তাজা বোমা । পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।
বোমা উদ্ধার
সকাল সাতটা থেকে রাধারানি স্কুলে চলছে ভোটগ্রহণ । সকাল থেকেই লাইন দিয়ে ভোটাররা ভোট দিতে এসেছেন । স্কুলের পিছন থেকে তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।
Last Updated : Apr 29, 2019, 8:22 AM IST